Bollywood Celeb Car Collection 2021: করোনার মাঝেই নতুন গাড়ি , রণবীর থেকে ভিকি দেখে নিন সেলেব কালেকশন

২০২১-এই একের পর এক বাড়ি থেকে গাড়ি কিনে একাধিক বলিউড সেলেব উঠে এসোছিল খবরের শিরোনামে। সম্পত্তির নিরিখে প্রথম সারিতে থাকা সেলেবরা কে কাকে কত গোলে পিছিয়ে সেই হিসেব তো নিত্য চলে নেট দুনিয়ায়। তবে এবার নজরে গাড়ির কালেকশন, কার পছন্দের ব্র্যান্ড কোনটি, কে কোন গাড়ি কিনে করল নিজের স্বপ্নপূরণ দেখে নেওয়া যাক। 

Jayita Chandra | Published : Feb 2, 2022 11:05 AM
19
Bollywood Celeb Car Collection 2021: করোনার মাঝেই নতুন গাড়ি , রণবীর থেকে ভিকি দেখে নিন সেলেব কালেকশন

ভিকি কৌশল (VIcky Kaushal)- ২০২১ সালে ভিকির (VIcky Kaushal) জীবনের পালা বদল, প্রেমিকা ক্যাটরিনাকে বিয়ের পাশাপাশি তিনি এই বছর করেছেন নিজের স্বপ্নপূরণ। তাঁর পছন্দের গাড়ি রেঞ্জ রোভার ভোগ এসই (Range Rover Vogue SE) কালেকশন ঘরে নিয়ে এসেছেন ভিকি। এই দামী বিলাসবহুল গাড়িতেই বর্তমানে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে। 

29

অর্জুন কাপুর (Arjun Kapoor)- ২০২১ সালে তিনি কিনে ফেলেছেন একটি বাড়ি, মালাইকার বাড়ির সামনেই বাড়ি কেলেন অর্জুন। পাশাপাশি এই পছর নিজের পছন্দের গাড়ি ল্যান্ড রোভারও ঘরে নিয়ে আসেন তিনি। এক কথায় বলতে গেলে এই গাড়ি তার সঙ্গে বেশ পার্ফেক্ট লুকে মানান সই। তাই ল্যান্ড রোভার ডিভেন্ডারেই (Land Rover Defender) এখন চরছেন অর্জুন। 

39

কৃতি স্যানন (Kriti Sanon)- ২০২১ সালের মাঝামাঝি করে সামনে আসে মার্সিডিসের নতুন মডেল, এসইউভি ভারতে এনেছিল এই সময় মাত্র ৫০টি গাড়ি এই মডেলের (Mercedes Maybach SUV)। যার মধ্যে থেকে একটি ক্রয় করে নিজের দখলে নেন অভিনেত্রী কৃতি স্যানন। এই গাড়ির ওপর নজর ছিল বিটাউনের একাধিক তারকার। 

49

করিনা কাপুর সইফ আলি খান (Saif Ali Khan and Kareena Kapoor)- ২০২১ সালেই তাঁরা নিজেদের নতুন বাড়িতে প্রবেশ করেছেন। সেখানেই নিজেদের দখলে রেখেছেন তাঁরা একটি ট্র্যাডিশনাল লুকের মার্সিডিস। এএমজি জি৬৩ মডেলের (Mercedes AMG G63) এই গাড়ি বাড়ি আনার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল নেট দুনিয়ায় ভাইরাল। 
 

59

রণবীর সিং (Ranveer Singh)- ২০২১ সালের মাঝামাঝি করে সামনে আসে মার্সিডিসের নতুন মডেল, এসইউভি ভারতে এনেছিল এই সময় মাত্র ৫০টি গাড়ি এই মডেলের (Mercedes Maybach SUV)। সবার প্রথম এই গাড়িটি কিনেছিলেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই ছবি। 

69

প্রভাস (Prabhas)- দক্ষিণ ছবির দুনিয়ার সুপারস্টার প্রভাস লকডাউনে ২০২১ সালে নিজের দখলে আনেন তার পছন্দের গাড়ি ল্যাম্বর্গিনি, অ্যাভেন্টাডোর মডেলের ( Lamborghini Aventador S) এই গাড়ির দাম ৬ কোটি টাকা। মেজেন্ডা রঙের এই গাড়ির ছবি মুহূর্তে সুপারস্টারের ভক্তদের হাতে হাতে হয়ে ওঠে ভাইরাল। 

79

নোরা ফাতেহি (Nora Fatehi)- নোরা ২০২১-এর প্রথম দিনউ ঘরে নিয়ে এসেছিলেন বিএমডাব্লু ফাইফ সিরিজের গাড়ি। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই বলিউড সেলেব। বিলাসবহুল এই গাড়ি ইতিমধ্যে দুর্ঘটনার কবলেও পড়ে, তবে সাধের এই গাড়িকে বিন্দু মাত্র কাছ ছাড়া করেন না নোরা।

89

শাহিদ কাপুর (Shahid Kapoor)- বিএমডাব্লিউ কালেকশন এবার শাহিদ কাপুরের দখলে। জার্সি ছবি নিয়ে ব্যস্ত থাকা এই সুপারস্টার বর্তমানে বিএমডাব্লিউ এক্স সেভেন (BMW X7) কালেশকনেই চলাফেরা চরছেন। একাধিকবার এই গাড়ি তাঁকে নিজেই চালিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যেতে দেখা যায়।

99

কার্তিক আরিয়ান (Kartik Aaryan )- করোনার কোপ থেকে উঠেই কার্তিকের দেখা মিলেছিল ল্যাম্বর্গিনি শো-রুমে (Lamborghini)। কার্তিক বরাবরই গাড়ি ভিষণ রকমের পছন্দ করেন। গাড়ির জন্য অপেক্ষায় থাকতে না পেড়ে কার্তিক এমনকি দিয়েছিলেন অতিরিক্ত ৫০ লক্ষ টাকা, তিন মাসের অপেক্ষার বদলে তিনি মপহূর্তে গাড়ি বাড়ি নিয়ে যান। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos