অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু, কবে বাজবে সানাই, রহস্য ফাঁস

Published : Jul 09, 2021, 09:22 AM IST

তাপসী পান্নু বর্তমানে বলিউডে নিজের এক পাকাপাকি স্থান করে নিয়েছেন। তথাকথিত হিরো কনসেপ্টকে কড়া টেক্কা দিয়ে তিনি একাই একশো। একের পর এক ছবি করেছেন তাপসী, যা কেবল তাঁর নামে ও ছবির কনটেন্টেই হিট। কোনও অভিনেতার ব্র্যান্ডের ওপর তিনি ভরসা করেন না। সেই সুপারস্টার ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক কতটা সিরিয়াস!

PREV
18
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু, কবে বাজবে সানাই, রহস্য ফাঁস

বলিউডে এখন বিয়ের মরসুম, একের পর এক সেলেব বসছেন বিয়ের পিঁড়িতে। আবার অতিমারির জন্য একাধিক বিয়ে স্থগিত। 

28

এই পরিস্থিতিতে তাপসী পান্নুর কি প্ল্যান। বলিউডে তো কেরিয়ার সেট। ব্যক্তিগত জীবনে কবে বড় সিদ্ধান্ত নেবেন তিনি!

38

এই প্রশ্নই এখন ঘুরে ফিরছে তাপসীর চতুর্দিকে। স্বপ্নের রাজপুত্রকে কি তাপসী পেলেন খুঁজে! পরিবারের বা কি সিদ্ধান্ত। 

48

জল্পনা আর নয়, এবার মুখ খুললেন খোদ তাপসী। জানালেন, তিনি বিয়ে করবেন ঠিকই, তবে যে সিরিয়াস সম্পর্কে বিশ্বাস করে। 

58

তাপসীর কথায়, পরিবারকে আঘাত করে নয়। মা-বাবার পছন্দ হবে, এমন ছেলেকেই তিনি বিয়ে করবেন। 

68

বিয়ে নিয়ে তাপসী আরও জানান, সময় মত তিনি ঠিকই এই খবর সামনে আনহবেন। বরাবরই তিনি এই বিষয় সিরিয়াস। 

78

তাই এমনই কাউকে জীবনসাথী করে নেওয়ার পরিকল্পনা তাপসীর, তবে তিনি কে তা খোলসা করে বলেলনি তাপসী। 

88

তবে মনের মত কাউকে পেলে গলায় মালা দিতে প্রস্তুত তাপসী, তা বুঝিয়ে বলতে দ্বিধা বোধ করেননি এই বলিউড ডিভা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories