বিকট লুকে ফ্রেমবন্দি আলিয়া থেকে দীপিকা, অপ্রস্তুতিতে ক্লিক, ভয়ঙ্কররূপ ধরা পড়ল অভিনেত্রীদের

Published : Jul 20, 2021, 08:49 AM IST

সেলিব্রিটি মানেই সর্বদা সার্ভে লেন্সের আওতায়। পোশাক থেকে শুরু করে লুক, বা বেফাঁস কোনও মন্তব্য, ব্যলন্সের অভাব ঘটলে মুহূর্তে ভাইরাল খবর। এবার রইল বলিউড অভিনেত্রীদের এমনই কিছু অস্বস্তিকর ছবি, যা দেখে তাঁরা নিজেরাও চমকে যাবেন। 

PREV
111
বিকট লুকে ফ্রেমবন্দি আলিয়া থেকে দীপিকা, অপ্রস্তুতিতে ক্লিক, ভয়ঙ্কররূপ ধরা পড়ল অভিনেত্রীদের

শাহরুখের সঙ্গে মাঠে ফ্রেমবন্দি ঐশ্বর্য, মুখ খুলতেই এ কোন লুকে ধরা দিলেন বচ্চন বধু। 

211

পরিণীতি চোপড়া, কিউট এই অভিনেত্রীর লুক মুহূর্তে ভাইরাল হয় অপ্রস্তুতিতে। 

311

সোনাম কাপুর, পার্ফেক্ট লুকে সংজ্ঞা মানেই পরিণীতি চোপড়া, মুহূর্তে ভাইরাল সেই সেলেবের ভয়ানক রূপ। 

411

শ্রদ্ধা কাপুর, মুখে কি পড়েছে কোনও বার্ধক্যের ছাপ! এ কোন লুকে ধরা দিলেন শ্রদ্ধা। 

511

জেনেলিয়ার, মিষ্টি লুকে ভাইরাল হওয়া অভিনেত্রীর বিকট ছবি ছড়িয়ে পড়ে ভক্তমহলে। 

611

প্রিয়ঙ্কা চোপড়া, পোজ দিতে গিয়েই কী এই ছবি ধরা পড়ে, এ কোন লুক পিগি চপসের। 

711

কাজল, স্টানিং লুকের এই অভিনেত্রীর কি আসল লুক এটাই, ছবি সামনে আসতেই প্রশ্ন ওঠে নেট দুনিয়ায়। 

811

শিল্পা শেট্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কোন ফ্রেমে ধরা দিলেন তিনি।

911

করিনা কাপুর, যে কোনও লুকেই তিনি হট ও ভাইরাল। তবে এ কী, এমন ছবিও ধরা পড়ে করিনার। 

1011

কঙ্গনা রানাওয়াত, ভয়ঙ্কর পোজ দিয়ে বিপাকে কঙ্গনা, মুহূর্তে ভাইরাল ছবি। 

1111

আলিয়া ভাট, কিউট ফেস এ কোন লুক, কোথায় সেই মিষ্টি হাসি, সিম্পল আলিয়া। 

click me!

Recommended Stories