বনি কাপুরের ছেলে অর্জুনও মা হিসেবে শ্রীদেবীকে কখনও মেনে নেননি। মা ও ছেলের সম্পর্ক কখনওই ছিল না শ্রী এবং অর্জুনের। চ্যাট শো-তে অর্জুন একবার সাফ জানিয়েছিলেন, শ্রীদেবী সারাজীবন বনি কাপুরের স্ত্রী হয়েই থেকে যাবেন, কখন তার মা হিসবে তাকে যেন গন্য করা না হয়।