কেন্দ্রের ওয়াই ক্যাটাগরির সতর্কতা নিয়েই বিমানবন্দরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়ি পৌঁচ্ছলেন কঙ্গনা রানাওয়াত।
পরিস্থিতির বিস্তারিত খবরা খবর নিয়ে মুখ খুললেন বলিউড কুইন। জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে।
তিনি এমন কিছু হবে তা জানতেন। উদ্ভব ঠাকরের উদ্দেশ্যে তিনি বললেন, আজ তাঁর ঘর ভেঙেছে, কাল ভাঙবে উদ্ভব ঠাকরের অহংকার।
সময় কখনই এক থাকে না। তিনি এবার বুঝতে পারছেন কাশ্মীরের পণ্ডিতদের কতটা কষ্ট পেতে হয়। তিনি অযোধ্যা ও কাশ্মীর নিয়ে ছবি করবেন।
২৪ ঘণ্টা আগে নোটিস দিয়েছিল বিএমসি। কঙ্গনার অফিসের ভেতরে বেআইনি কনস্ট্রাকসন হচ্ছে। কঙ্গনা জানিয়েছিলেন তেমন কিছুই নেই।
তিনি খবর পেতেই মুম্বই আসার ব্যবস্থা করে। তিন দিন আগেই জানিয়েছিলেন ৯ সেপ্টেম্বর মুম্বই পৌচ্ছবেন কঙ্গনা।
বুধবার সেই মতই রওনা দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু তিনি যখন চণ্ডিগড়ের বিমানবন্দরে পা রেখেছিলেন, তখনই ফুঁসছিল বিএমসি।
মুহূর্তের মধ্যে কঙ্গনার অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ততক্ষণে সামনে এসে গিয়েছিল হাইকোর্টের নির্দেশ।
যেখানে সাফ বলা থাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাঙার কাজ করা যাবে না। কিন্তু তা হাতে পাওয়ার পরও চুপ মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের কড়া নজরদারিতেই এই কাজ চালালো বিএমসি। তা বেআইনি, দাবি করলেন কঙ্গনা রানাওয়াতের উকিল।
Jayita Chandra