আদালতের নির্দেশ অমান্য, 'আজ আমার ঘর ভেঙেছ, কাল তোমার অহংকার ভাঙবে', কঙ্গনার নিশানায় ঠাকরে

সকাল সাড়ে দশটায় বিএমসি থেকে নোটিশ পড়ে বাড়ির গেটে। কঙ্গনার দেওয়া জবাব তারা গ্রহণ করছে না। এরই ঠিক দশ মিনিয়ের মধ্যেই হাজির বুলডোজার। কঙ্গনার আসার অপেক্ষাও করা হল না। মুহূর্তে ভেঙে ফেলা হল কঙ্গনার অফিস। বাড়ি ফিরে মুখ খুললেন বলিউড কুইন,,,

Jayita Chandra | Published : Sep 9, 2020 10:56 AM IST
110
আদালতের নির্দেশ অমান্য, 'আজ আমার ঘর ভেঙেছ, কাল তোমার অহংকার ভাঙবে', কঙ্গনার নিশানায় ঠাকরে

কেন্দ্রের ওয়াই ক্যাটাগরির সতর্কতা নিয়েই বিমানবন্দরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়ি পৌঁচ্ছলেন কঙ্গনা রানাওয়াত।

210

পরিস্থিতির বিস্তারিত খবরা খবর নিয়ে মুখ খুললেন বলিউড কুইন। জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে। 

310

তিনি এমন কিছু হবে তা জানতেন। উদ্ভব ঠাকরের উদ্দেশ্যে তিনি বললেন, আজ তাঁর ঘর ভেঙেছে, কাল ভাঙবে উদ্ভব ঠাকরের অহংকার। 

410

সময় কখনই এক থাকে না। তিনি এবার বুঝতে পারছেন কাশ্মীরের পণ্ডিতদের কতটা কষ্ট পেতে হয়। তিনি অযোধ্যা ও কাশ্মীর নিয়ে ছবি করবেন। 

510

২৪ ঘণ্টা আগে নোটিস দিয়েছিল বিএমসি। কঙ্গনার অফিসের ভেতরে বেআইনি কনস্ট্রাকসন হচ্ছে। কঙ্গনা জানিয়েছিলেন তেমন কিছুই নেই। 

610

তিনি খবর পেতেই মুম্বই আসার ব্যবস্থা করে। তিন দিন আগেই জানিয়েছিলেন ৯ সেপ্টেম্বর মুম্বই পৌচ্ছবেন কঙ্গনা। 

710

বুধবার সেই মতই রওনা দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু তিনি যখন চণ্ডিগড়ের বিমানবন্দরে পা রেখেছিলেন, তখনই ফুঁসছিল বিএমসি। 

810

মুহূর্তের মধ্যে কঙ্গনার অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ততক্ষণে সামনে এসে গিয়েছিল হাইকোর্টের নির্দেশ। 

910

যেখানে সাফ বলা থাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাঙার কাজ করা যাবে না। কিন্তু তা হাতে পাওয়ার পরও চুপ মুম্বই পুলিশ। 

1010

মুম্বই পুলিশের কড়া নজরদারিতেই এই কাজ চালালো বিএমসি। তা বেআইনি, দাবি করলেন কঙ্গনা রানাওয়াতের উকিল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos