'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান (Sara ali khan)। শরীরী আবেদনে ভরপূর সারাকে দেখে চোখ ফেরানো দায়। লাস্যময়ীর রূপে মুগ্ধ সাইবারবাসী। ক্রিসমাসের আগে থেকেই ঠান্ডা যেন জাকিয়ে পড়েছে। সারারাতের পার্টিতে মজা-আনন্দের পাশাপাশি শরীরটাকেও ঠিক রাখতে হবে। লাল প্যান্টস্যুটে অনায়াসেই ক্রিসমাস পার্টিতে নজর কাড়তে পারেন। লাল প্যান্টস্যুট ফ্লেয়ার্ড হাতা, পায়ে হাই হিল জুতো, খোলা চুল, লাল লিপস্টিকে আপনিই হয়ে যাতে ক্রিসমাস পার্টির মধ্যমণি।