খুব কম লোকেই জানেন সরোজ খানের আসল নাম নির্মলা নাগপাল। তার বাবার নাম কিশনচাঁদ সাধু সিংহ ও মায়ের নাম ননি সাধু সিংহ। দেশভাগের পরই পাকিস্তান থেকে ভারতে চলে আসেন সরোজের পরিবার। মাত্র ৩ বছর বয়স থেকেই শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন সরোজ খান। তারপর থেকেই শুরু হয় জীবনের আসল যুদ্ধ।