Published : Mar 15, 2020, 03:12 PM ISTUpdated : Mar 15, 2020, 03:23 PM IST
ফোটোশ্যুটে বিভিন্ন সময় বিভিন্ন পোজ, যা তারকাদের অস্বস্তিতে ফেলেছিল একাধিকবার। এমনই কিছু ভাইরাল হওয়া ছবির রইল খোঁজ। কখনও শক্তি কাপুর, কখনও আবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন প্রিয়ঙ্কারা।
ষাটের দশক থেকে শুরু করে আজ, একাধিকবার বলিউড তারকারা ফোটোশ্যুট করে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন।
29
শর্মিলা ঠাকুর, ফিল্মফেয়ার পত্রিকাতে কভার ফোটোর জন্য শ্যুট করে ঝড় তুলেছিলেন ভক্ত মহলেন।
39
সানি লিওন মানেই এক উষ্ণ উপস্থাপনা। তাঁর উপস্থিতিতেই যেন দর্শকদের আবেগ তুঙ্গে। তাঁরই শ্যুট করা একটা পত্রিকার প্রথম পাতার ছবি ঝড় তুলেছিল।
49
সব রকমের পোজেই হট বিদ্যা বালান। মধ্যবিত্ত পরিবারের লুকে চরিত্র হোক কিংবা হট লুক, সব চরিত্রেই যেন এক কথায় পার্ফেক্ট বিদ্যা। খোলা পিটে বিদ্যার সাহসী ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল ভক্ত মহলে।
59
নগ্ন হয়ে ফোটো শ্যুট করে নয়, প্রকাশ্যেই টি শার্টে রিফিউজি, ট্রাভেলর নিয়ে মন্তব্য করে ভাইরাল হয়েছিলেন প্রিয়ঙ্কা।
69
মিলান সোমান ও মধুর তোলা এই ছবি ঝড় তুলেছিল ১৯৯৫ সালে। সাপ নিয়ে একটি জুতোর বিজ্ঞাপনে এই পোজ দিয়েছিলেন তাঁরা।
79
নগ্ন হয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হয়েছিলেন নার্গিস ফাকরি।
89
শক্তি কাপুর পোজ দিয়ে ছবি তুলে খবরের শিরোনামে এসেছিলেন। এই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল ভক্তমহলে।
99
নগ্ন হয়ে গাছের পাতার আড়ালে ছবি তুলে সম্প্রতি ঝড় তুলেছিলেন কিয়ারা আডবানিও।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।