গোপনে সম্পর্ক রেখে ছবি পাওয়ার চেষ্টা, রেগে উর্মিলার গালে চড় পরিচালক পত্নীর

বলিউডে তরকা ও পরিচালকদের মধ্যে সম্পর্কে নিয়ে একাধির কাহিনি ঘুরে ফেরে। কখনও ছবি পাওয়ার জন্য পরিচালককে হাতে রাখা, কখনও আবার অবৈধ সম্পর্কে জড়িয়ে তা চাপা দেওয়া, দুইয়ের ক্ষেত্রেই খুব একটা খবর চাপা থাকে না বিনোদন জগতে। তেমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন উর্মিলা মাতুন্ডকর ও পরিচালক রাম গোপাল বর্মা। 

Jayita Chandra | Published : May 9, 2020 11:24 AM IST
18
গোপনে সম্পর্ক রেখে ছবি পাওয়ার চেষ্টা, রেগে উর্মিলার গালে চড় পরিচালক পত্নীর

উর্মিলা প্রথম পর্দায় ঝড় তুলেছিলেন রঙ্গিলা ছবির মধ্যে দিয়ে। এই ছবির পরিচালনাতে ছিলেন পরিচালক রামগোপাল বর্মা। 

28

প্রথম এই জুটির ছবি হিট হওয়ার পরই তাঁদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এরপর থেকেই রামগোপাল বর্মার ছবিতে অভিনয়ের সুযোগ বাড়ে। 

38

একটা সময়ের পর সকলেই মনে করতেন যে রামগোপাল বর্মা ছাড়া উর্মিলা আর কোনও ছবিতে কাজ করার কথা কখনই ভাবেন না। 

48

রামগোপাল বর্মা ছবির প্রস্তাব আসে তা কখনই ফেরাতেন না উর্মিলা। ফলে খবর ছড়িয়ে পড়ে এই দুই তারকার মধ্যে গড়ে উঠছে গোপম সম্পর্ক। 

58

উর্মিলা তখন এই বিষয় কান দিতে নারাজ। তিনি সাফ জানিয়েছিলেন যে এই নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না। পাশাপাশি জল্পনাকে উড়িয়ে দিয়ে ছবি করতে থাকেন তিনি। 

68

খবরের হেডলাইনে সেই সময় কেবলই থাকত তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা। প্রকাশ্যে তাঁদের দেখা যেতে, অনুষ্ঠানেও আসতেন একসঙ্গে। 

78

খবর রামগোপালের স্ত্রীর কাছে পৌঁচ্ছতে বেশি সময় লাগেনি। তিনি প্রকাশ্যেই উর্মিলার গালে চড় মেরে জানিয়েছিলেন নিজের সীমায় থাকতে। 

88

এরপর থেকেই সম্পর্কে খানিক চির ধরে উর্মিলা ও রামগোপালবর্মার। কিন্তু তা বেশি দিনের জন্য স্থায়ী হয়নি। কয়েকদিন পর আবারও তাঁরা একই সঙ্গে কাজ করতে শুরু করেছিলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos