২০২০, এক কথায় এই বছরকে স্মরণ করতে গেলে একটাই প্রসসঙ্গ মাথায় আসে, তা হল করোনা ভাইরাস। গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়িয়েছে এই ভাইরাস। যার কোপে নাজেহাল গোটা সকলেই। সেই তালিকা থেকে বাদ পড়েননি বলিউডের সেলেব মহলও। দেখে নেওয়া যাক করোনাকে হারিয়ে জীবন যুদ্ধে জয় লাভ করলেন কারা...