NCB-র জেরায় তিনবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা, 'ইমোশনাল কার্ড' খেলে লাভ নেই, জানাল কর্মকর্তরা

দীপিকা পাডুকোনের পর শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, একে একে প্রবেশ করেছিলেন এনসিবি-র দফতরে। চলছে জেরা, জিজ্ঞাসাবাদ। মাদকচক্রে তাঁরা আদপে জড়িত কি না সেই নিয়েই তদন্ত চালাচ্ছে নার্কোটিকস কন্ট্রোল বিউরিও। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এনসিবি জোর কদমে চালাচ্ছে তাদের তদন্ত। রিয়া চক্রবর্তীর জেল হওয়ার পর এবার একে একে উঠে আসছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম। দীপিকা, শ্রদ্ধা, সারা আলি খান, রাকুল প্রীত সিং। এনসিবি-র দফতরে সম্প্রতি গিয়ে পৌঁছেছিলেন দীপিকা। মিডিয়ার চোখে ধুলো দিয়ে দশ মিনিট আগেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন তিনি। 

Adrika Das | Published : Sep 27, 2020 11:13 AM IST / Updated: Sep 27 2020, 07:45 PM IST
110
NCB-র জেরায় তিনবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা, 'ইমোশনাল কার্ড' খেলে লাভ নেই, জানাল কর্মকর্তরা


প্রায় ছয় ঘন্টা ধরে চলেছে জেরা। জেরায় বিভিন্ন প্রশ্ন করা হলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।  

210

সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতেই নেটদুনিয়ায় উঠে আসছে নানা কথা। 

310

প্রায় ছয় ঘন্টার জেরার পর দীপিকাকে এনসিবি দফতর থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ। 

410

ছয় ঘন্টার জেরাতে কী হল বা কী কী তথ্য বেরল সেই নিয়ে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। 

510

জানা যাচ্ছে, নানা রকম প্রশ্ন করতে কান্নায় ভেঙে পড়েছিলেন দীপিকা। কেবল একবারই নয়, তিনবার কেঁদে ফেলেছিলেন। 

610

তবে কি ভয় পেয়েছিলেন অভিনেত্রী নাকি মাদকচক্রে তাঁর নাম উঠে আসায় লজ্জায় ভেঙে পড়েছিলেন দীপিকা।

710

যদিও তাঁর চোখের জলে গলেনি এনসিবি কর্মকর্তাদের মন। বরং তাঁরা একরকম দীপিকাকে কড়া জবাব দিয়েছেন। 

810

এই 'ইমোশনাল কার্ড' খেলে কোনও লাভ হবে না। বরং তাঁরা সত্যিকে খুঁজে বের করতে তাঁরা যেকোনও বাধা অতিক্রম করবেন। 

910

অ্যাংজাইটি ইস্যুর বিষয় জানিয়ে দীপিকার অনুরোধ ছিল এনিসি-র জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে রণবীর সিং থাকুক।  

1010

সেই আবেদন খারিজ হতেই দীপিকাকে একাই যেতে হয় নার্কোটিকস কন্ট্রোল বিউরিও-র দফতরে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos