করোনা আতঙ্কে বলিউড, কীভাবে দিন কাটাচ্ছেন দীপিকা

করোনার প্রকোপ ঠেকাতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন বিভিন্ন সরকার। কোথাও বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ, কোখাও আবার বন্ধ করে রাখা হয়েছে প্রেক্ষাগৃহ, জমায়েত এড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এমনই পরিস্থিতিতে দীপিকা পাড়ুকোন কী করছেন, প্রকাশ্যে জানালেন সেই খবর। 

Jayita Chandra | Published : Mar 17, 2020 8:20 AM IST
19
করোনা আতঙ্কে বলিউড, কীভাবে দিন কাটাচ্ছেন দীপিকা
করোনা আতঙ্কের জেরে এখন গৃহবন্দি একাধিক তারকা। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই একাধিক তারকারা এখন বাইরে বেড়চ্ছেন না।
29
সম্প্রতি একের পর এক ছবির শ্যুটিং বাতিল হয়েছে। ফলে তারকারা এখন ঝাড়া হাত পা। বাড়িতেই বেশিরভাগ সময় কাটছে তাঁদের।
39
এমনই পরিস্থিতিতে কী করছেন দীপিকা পাড়ুকোন তা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
49
করোনার আতঙ্কের জেরে জমায়েতের ওপর জারি করা হয়েছে নিশেধাজ্ঞা। অপ্রয়োজনে বাইরে বেরচ্ছেনও না অনেকেই।
59
বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমাহল, জিম সেন্টার সুইমিংপুল। ফলে বাড়িতেই এখন সময় কাটছে একাধিক তারকার।
69
কাজের ব্যস্তবার মাঝে গুছিয়ে সংসার করে হয়ে ওঠা হয় না অনেক তারকারই। ফলে এখন বাড়িতে কোয়ালিটি সময় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। শ্যুটিং ফ্লোর নয়। এক কথায় এখন তিনি পাকা গৃহিনী।
79
নিজের আলমারিতে উপচে পড়া জামা কাপুরই গোছাতে বসলেন দীপিকা অবসরে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন।
89
লিখলেন এই মুহূর্তে সেরাা কাজ হচ্ছে এটি। এভাবেই বাড়ির দিকে নজর দিয়ে বাইরের কাজ এড়িয়ে চলাটাই প্রয়োজনীয়।
99
একাধিক ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও বাস্তব পরিস্থিতির দিকে তালিকে এখন দীপিকা পাড়ুকোন সহ প্রতিটি বলিউড তারকাই এক কথায় স্বেচ্ছায় গৃহবন্দি।
Share this Photo Gallery
click me!

Latest Videos