৫২ মিলিয়ান ভক্তর মনে আঘাত, নতুন বছরের শুরুতে এ কী করলেন দীরিকা

Published : Jan 01, 2021, 10:37 AM IST

সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা। সেই কারণেই নেটদুনিয়ায় দাপিয়ে বেড়ান সেলেব মহল। সরাসরি ভক্তদের কাছে নিজেদের সব আপদেট পৌঁচ্ছে দেওয়াটাই লক্ষ্য। আর ভক্তরাও আশায় বসে থাকেন প্রিয় তারকার একটি পোস্টের জন্য। কিন্তু এটা কী করলেন দীপিকা। 

PREV
17
৫২ মিলিয়ান ভক্তর মনে আঘাত, নতুন বছরের শুরুতে এ কী করলেন দীরিকা

দীপিকা পাদুকোন, যাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা ৫২ মিলিয়ান ছাড়িয়েছে। একের পর এক পোস্ট হয়ে ওঠে মুহূর্তে ভাইরাল। 

27

কখনও ছবি কখনও আবার শুভেচ্ছার পোস্ট, মুহূর্তে ভক্তদের নজর কাড়ে। বছরের শুরুতে সেই শুভেচ্ছাবার্তা পেতেই অপেক্ষায় ছিলেন সকলে। 

37


বদলে এ কী করলেন দীপিকা। পুরো সোশ্যাল মিডিয়া থেকেই পোস্ট উড়িয়ে দিলেন তিনি। 

47

ফাঁকা হয়ে গেল দীপিকার সোশ্যাল মিডিয়া পাতা। ৫২ মিলিয়ান ভক্ত রাতারাতি হতাশ। কী এমন হল অভিনেত্রীর। 

57

তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে নতুন বছরকে শুভেচ্ছা জানাতে রাজস্থানে পাড়ি দিয়েছে দীপবীর। সেখানেই সময় কাটাচ্ছে এখন এই জুটি। 

67

তবে দীপিকার রাতারাতি এই পদক্ষেপ রীতিমত উদ্বেগ ছড়িয়েছে ভক্ত মহলে। কেন এই কাজ করলেন তিনি।

77


আর নেই একটিও ছবি, এমন কী নেই ডিপিও। আবার কোন রহস্য সামনে আসতে চলেছে, প্রতিক্ষায় ভক্তমহল। 

click me!

Recommended Stories