সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা। সেই কারণেই নেটদুনিয়ায় দাপিয়ে বেড়ান সেলেব মহল। সরাসরি ভক্তদের কাছে নিজেদের সব আপদেট পৌঁচ্ছে দেওয়াটাই লক্ষ্য। আর ভক্তরাও আশায় বসে থাকেন প্রিয় তারকার একটি পোস্টের জন্য। কিন্তু এটা কী করলেন দীপিকা।