দীপিকাকে নিয়ে বেজায় সমস্যা, স্কুল থেকে রয়েছে এই অভিযোগ, সংসার করতে গিয়ে সহমত হলেন রণবীরও

দীপিকা-রণবীর, এক কথায় বলতে গেলে বলিউডের এই জুটি একে অন্যকে চোখে হারায়। একদিকে যতটা মজবুত তাঁদের মধ্যে থাকা সম্পর্কের বুনিয়াদ, ঠিক ততটাই প্রকাশ্যে একে অন্যকে তোপ হানতেও ছাড়েন না তাঁরা। খুনসুটির সেই ছবি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। 

Jayita Chandra | Published : Sep 22, 2021 3:44 AM IST
19
দীপিকাকে নিয়ে বেজায় সমস্যা, স্কুল থেকে রয়েছে এই অভিযোগ, সংসার করতে গিয়ে সহমত হলেন রণবীরও

দীপিকা পাড়ুকোন অভিনয়ের জগতে যেভাবে নিজের গুড ইমেজ তৈরি করছেন, স্কুলে ঠিক তার থেকে উল্টো ছবি ধরা পড়েছিল তাঁর।

29

 লকডাউনে সকলের মতই একাধিক পুরোনো ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে অন্যতমহল দীপিকার পরীক্ষার রেজাল্ট।

39

যেখানে নম্বর নয়, বড় বড় হরফে লেখা টিচারের রিমার্কই চোখে পড়ে সকলের আগে। দীপিকার উদ্দেশ্যে কী লেখা ছিল এই রেজাল্টে।

49

খুব কথা বলে, অন্যমনষ্ক ও নির্দেশিকা সঠিকভাবে ফলো করে না। এই তিন মতামতকেই এবার একশোতে একশো দিলেন রণবীর।

59

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে তিনি লিখলেন, যে তিনি সহমত। মোটেই দীপিকা কারুর কথা শোনে না। এই প্রথম নয়, একাধিকবার দীপিকাকে নিয়ে অভিযোগ করেছেন রণবীর।

69

একবার পরিবারের সোশ্যাল মিডিয়া গ্রুপে রণবীর রীতিমত অভিযোগ জানিয়েছিল দীপিকার নামে। তাঁর মতে দীপিকা একটুও বসে না।

79

সারাদিন ঘর গোচ্ছা, পরিষ্কার করছে, যা রীতিমত অস্বস্তিতে ফেলে দেয় রণবীর সিংকে। যদিও দীপিকার মা একমত হয়ে জানিয়েছিলেন, তিনিও অস্বস্তি বোধ করতেন।

89

বর্তমানে এই পাওয়ার কপিল লকডাউনে রয়েছেন একই সঙ্গে। তাঁদের নিত্য কাজের মাঝেই খানিকটা পরিবারমুখী হয়ে এখন সংসারে ঝুঁকেছেন দুই।

99

তবে রণবীর মজার ছলে একাধিকবার দীপিকাকে নিয়ে অভিষোগ করে থাকেন, তা নতুন কিছু নয়, তবে এই দুই সেলেব যে দিব্য আছে, আ আর বলার অপেক্ষা রাখে না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos