টাইগারের কথা না রেখেই অনস্ক্রিন চুম্বনে মত্ত দিশা, তার জেরেই কি সম্পর্কে ছেদ

Published : Sep 29, 2020, 01:32 PM IST

দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্কের জল্পনাই এক ভিন্ন স্বাদের। কারণ তাঁদের মধ্যে থাকা প্রেম এক সময় বলিউডের হট টপিক। তবে কেন বিচ্ছেদের পথ বেছেলিনে এই দুই তারকা! কোথাও গিয়ে কি টাইগারকে দেওয়া কথা রখাতে পারলেন না দিশা... 

PREV
19
টাইগারের কথা না রেখেই অনস্ক্রিন চুম্বনে মত্ত দিশা, তার জেরেই কি সম্পর্কে ছেদ

টাইগার শ্রফ ও দিশা পাটানির মধ্যে থাকা সম্পর্কে গভীরতার কথা কম বেশি অনেকরই জানা। 

29

ভ্যালেন্টাইন ডে-তে প্রকাশ্যে এসেছিল তাঁদের গোপন প্রেম কাহিনি। এক সঙ্গে একাধিক জায়গায় দেখাও যেত তাঁদের। তবে সেই সম্পর্ক কেন বেশিদিন দানা বাঁধল না!

39

টাইগার বেজায় আগলে রাখতেন দিশাকে। একাধিকবার তা ফ্রেমবন্দি হয়েছে। দিশার পরণে ছোট পোশাক মানেই টাইগার যেতেন রেগে। 

49

তবে এই বিষয় দিশাও কোনও অংশে পিছিয়ে থাকতেন না। তিনিও শর্ত চাপিয়ে ছিলেন টাইগারের ওপর। অনস্ক্রিন কোনও কিস নয়। 

59

এমন কি অন্তরঙ্গ দৃশ্যেও শ্যুট করতে পারবেন না টাইগার। এমনই শর্ত চাপিয়ে ছিলেন দিশা। 

69

টাইগার কথা রাখলেও দিশা কথা রাখতে পারেননি। মালাঙ্গ ছবিতে তাঁর দীর্ঘ চুম্বন মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। যদিও ততদিনে সম্পর্কে ইতি টেনেছেন দুজনেই। 

79

তাঁরা দুজনেই জানিয়েছিলেন, এখন তাঁরা কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত, তাই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর নয়।

89

তবে হট লুকে দিশা যেন এই বিচ্ছেদের পরই হয়ে ওঠেন আরও ভাইরাল। মুহূর্তে ঝড় তোলে তাঁর হট পোজ।

99

প্রকাশ্য টাইগার জানিয়েও ছিলেন যে তাঁর পছন্দের তালিকাতে এখন শ্রদ্ধা কাপুর। এরপর থেকে আর এক সঙ্গে দেখা যায়নি এই জুটিকে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories