দিশা পাটানি কি উভকামী, ট্যাবু ভেঙে 'Bisexual' সম্পর্কে টাইগারের প্রেমিকা, বাড়ছে জল্পনা

Published : Dec 10, 2020, 11:22 AM IST

বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। অভিনয়ে জমাতে না পারলেও দিশাকে নিয়ে সরগরম পেজ থ্রির পাতা।মাত্র কয়েক বছরেই হু হু করে বেড়েছে ভক্তের সংখ্যা। টাইগার শ্রফের প্রেমিকা দিশা  নাকি উভকামী, এই নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়া। কসৌটি জিন্দেগী কি ২ খ্যাত পার্থ স্যামথান-এর সঙ্গে নাকি ডেট করেছিলেন দিশা, যিনি আবার উভকামী।

PREV
110
দিশা পাটানি কি উভকামী,  ট্যাবু ভেঙে 'Bisexual' সম্পর্কে টাইগারের প্রেমিকা, বাড়ছে জল্পনা

 বলি অভিনেত্রী দিশা পাটানি কি উভকামী, এই প্রশ্নই এখন নেটিজেনদের মুখে।

210

সূত্রের খবর চলচ্চিত্র জগতে পা রাখার আগে জনপ্রিয় উভকামী টিভি অভিনেতা পার্থ-র সঙ্গে ডেটিং করেছিলেন দিশা।

310

দিশা ও পার্থর বিচ্ছেদের কারণটি বেশ অবাক করার মতো।

410

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় প্রযোজক বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পার্থ, তা জানতে পারায় দিশা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে।

510

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় প্রযোজক বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পার্থ, তা জানতে পারায় দিশা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে।

610

পার্থ যে বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন  তা নিজেই স্বীকার করেছিলেন দিশার কাছে।

710

পার্থ যেহেতু উভকামী ছিলেন এবং একজন বাইসেক্সুয়াল লোকের সঙ্গে সম্পর্কে ছিলেন তারপর থেকেই দিশাকে নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তবে দিশা সবটা জানতে পেরে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে।

810


পরিচালক-প্রযোজক একতা কাপুর পার্থ ও বিকাশের সম্পর্কের সত্যতা সকলের সামনে তুলে ধরেছিলেন। 

910

এমনকী কিছুদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যেই মুখ খুলেছেন  বিকাশ গুপ্তা। সকলের সামনে প্রকাশ্যেই নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী বলে দাবি করেছেন। 
 

1010

এমনকী কিছুদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যেই মুখ খুলেছেন  বিকাশ গুপ্তা। সকলের সামনে প্রকাশ্যেই নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী বলে দাবি করেছেন। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories