বলিউডের রিল হিরো সোনু সুদ এখন রিয়েল হিরো। করোনার প্রকোপে বাড়িতে থেকে কোনও চ্যারিটি নয় বরং ময়দানে নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাহায্য করেছেন লক্ষাধিক পরিযায়ী শ্রমিককে। লকডাউনে জেরে দূর শহরে আটকে মানুষজনকে নিজেদের বাড়ি ফিরিয়েছেন সোনু। এমনই হিরোর আশায় ছিল গোটা দেশ। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিল থেকে রিয়েল হিরোইন হয়ে উঠেছেন কঙ্গনা রনাওয়াত। বরাবরের মত বলিউডের নামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে কথা বলে একাধিক অভিযোগ এনেছেন। সুশান্তের মৃত্যুর বিচার চাইতে মুম্বই পুলিশকেও সাহায্য করবেন বলে জানিয়েছেন সম্প্রতি।