হাত দিয়ে ঢাকা 'স্তনযুগল', অন ক্যামেরায় ফের নগ্ন কিয়ারা, TOPLESS ফোটোশ্যুটে আগুন নেটদুনিয়ায়

Published : Jun 17, 2021, 01:08 PM ISTUpdated : Jun 17, 2021, 01:12 PM IST

নগ্নতা যেন জলভাত। নগ্ন ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ার পাতায় আগুন জ্বালালেন বলি ডিভা কিয়ারা আদবানি। স্তনযুগল উন্মুক্ত করে হোক কিংবা নগ্ন হয়ে অন ক্যামেরায় সাবলীল কিয়ারা। ফের টপলেস ফোটোশ্যুটে আগুন জ্বালালেন বলিউডের হট গার্ল। সেলিব্রিটি ফটোগ্রাফার ডাবু রত্নানির ক্যালেন্ডার ফোটোশ্যুটে টপলেসে নিজেকে করে মেলে ধরেছেন কিয়ারা আদবানি।  

PREV
111
হাত দিয়ে ঢাকা 'স্তনযুগল', অন ক্যামেরায় ফের নগ্ন কিয়ারা, TOPLESS ফোটোশ্যুটে আগুন নেটদুনিয়ায়

নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন কিয়ারা আদবানি। বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি। 

211

ফের অন ক্যামেরায় টপলেস হলেন কিয়ারা আদবানি। অভিনেত্রীর নগ্ন শরীরের উষ্ণতার আগুনে পুড়ে ছাই সাইবারবাসী।

311

সেলিব্রিটি ফটোগ্রাফার ডাবু রত্নানির ক্যালেন্ডার ফোটোশ্যুটে টপলেসে নিজেকে করে মেলে ধরেছেন কিয়ারা আদবানি।

411

এই নিয়ে পরপর তিন বছর ডাব্বুর ক্যালেন্ডার ফোটেশ্যুটে দেখা মিলল কিয়ারার। হট ফটোশ্যুটের ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

511

গত বছরও ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে কচু পাতা দিয়ে স্তনযুগল ঢেকে চরম  বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।  এবছরও তার অন্যথা হল না।

611


অন ক্যামেরায় নগ্ন হয়ে হট পোজে ভাইরাল কিয়ারা। বিখ্যাত ফটোগ্রাফারের নগ্ন ফটোশ্যুট দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এটা দেখার জন্যই মুখিয়ে থাকেন দর্শকরা।

711

সাদা কালো ছবিতে সমুদ্র সৈকতের বালির উপর শুয়ে রয়েছেন কিয়ারা। হাত দিয়ে আড়াল করেছেন সুডৌল বক্ষযুগল।

811


খোলামেলা চুলের ফাঁকেই দৃশ্যমান বক্ষ-বিভাজিকা। ছবিতে পুরোপুরি দেখা না গেলে কিয়ারার উর্ধ্বাংশ যে কোন সুতো নেই তা স্পষ্ট।

911

বিকিনি তো অনেক হয়েছে এবারের টা একটু হটকে।  সম্পূর্ণ নগ্ন হয়েই ২০২১-এর ক্যালেন্ডার ফটোশ্যুটে রাতের ঘুম কাড়লেন কিয়ারা আদবানি।

1011

আবেদনময়ী দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন কিয়ারা। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা, পাশাপাশি কমেন্টে প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং আলিয়া ভাট। 

1111


যদি এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার সাহসী পোজে পেজ থ্রি-র শিরোনামে উঠে এসেছেন কিয়ারা আদবানি।

click me!

Recommended Stories