করিশ্মা রবিনা ঝগড়া পৌঁচ্ছে ছিল নোংড়া পর্যায়, একে অন্যের মুখ দেখাও করে দিয়েছিলেন বন্ধ

Published : Oct 03, 2020, 05:26 PM IST

বলিউডে একে অন্যের সঙ্গে বচসায় জড়িয়ে যাওয়াটা নতুন কিছু নয়। ঠিক তেমনই এক সমস্যার সন্মুখীন হতে হয়েছিল ফারহা খানকে। একবার কফি উইথ করণে এসে তিনি জানিয়েছিলেন, তাঁর দেখা সব থেকে বাজে ঝগড়ার কথা... 

PREV
18
করিশ্মা রবিনা ঝগড়া পৌঁচ্ছে ছিল নোংড়া পর্যায়, একে অন্যের মুখ দেখাও করে দিয়েছিলেন বন্ধ

রবিনার সঙ্গে করিশ্মা কাপুরের সম্পর্কের সমীকরণ নিয়ে একবার মুখ খুলেছিলেন ফারহা খান। 

28

ছবির নাম আন্দাজ আপনা আপনা। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় তুলেছিল বলিউডে। 

38

কিন্তু তারই পেছনে রয়েছে এমন কাহিনি তা হয়তো অনেকেরই জানা ছিল না। 

 

48

পর্দায় ঝড় তুলেছিল যে চার চরিত্র তারা নাকি এনে অন্যের সঙ্গে কথাই বলতেন না। 

58

করিশ্মা ও রবিনা তখন অনেক ছোট। কিন্তু তাঁদের মধ্যে ঝগড়া নেহাতই এক বড় রূপ নিয়ে নিয়েছিল। 

68

একময় তাঁরা দুজনের নিজের প্রপ ডানা দিয়ে একে অন্যকে মারতে থাকে। সকলের সামনেই। যা দেখে রীতিমত অবাক হয়েছিলেন সকলে। 

78

ফারহার কথায় আজ হয়তো এই কথা ভেবে তাঁরা হাসেন। কিন্তু সেই সময় এমনই পরিস্থিতি ছিল সেটে। 

88

একই জিনিস ঘটেছিল সলমন ও আমিরের সঙ্গেও। তাঁরা দুজনেও একে অন্যের সঙ্গে কথা বলা পছন্দ করতেন না। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories