রবিনার সঙ্গে করিশ্মা কাপুরের সম্পর্কের সমীকরণ নিয়ে একবার মুখ খুলেছিলেন ফারহা খান।
ছবির নাম আন্দাজ আপনা আপনা। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় তুলেছিল বলিউডে।
কিন্তু তারই পেছনে রয়েছে এমন কাহিনি তা হয়তো অনেকেরই জানা ছিল না।
পর্দায় ঝড় তুলেছিল যে চার চরিত্র তারা নাকি এনে অন্যের সঙ্গে কথাই বলতেন না।
করিশ্মা ও রবিনা তখন অনেক ছোট। কিন্তু তাঁদের মধ্যে ঝগড়া নেহাতই এক বড় রূপ নিয়ে নিয়েছিল।
একময় তাঁরা দুজনের নিজের প্রপ ডানা দিয়ে একে অন্যকে মারতে থাকে। সকলের সামনেই। যা দেখে রীতিমত অবাক হয়েছিলেন সকলে।
ফারহার কথায় আজ হয়তো এই কথা ভেবে তাঁরা হাসেন। কিন্তু সেই সময় এমনই পরিস্থিতি ছিল সেটে।
একই জিনিস ঘটেছিল সলমন ও আমিরের সঙ্গেও। তাঁরা দুজনেও একে অন্যের সঙ্গে কথা বলা পছন্দ করতেন না।
Jayita Chandra