Published : Feb 19, 2020, 06:58 PM ISTUpdated : Feb 19, 2020, 07:45 PM IST
মাঝে বেশ কয়েকবছর কাজলকে পর্দায় পায়নি দর্শকেরা। নব্ব্ইয়ের দশকে পর্দায় ঝড় তোলা অভিনয়ের পর কোথাও গিয়ে যেন ফিঁকে হয়ে গিয়েছিলেন তিনি বিয়ের পর। অজয় দেবগণের সঙ্গে বিয়ের পরই দুই সন্তানের মা হন অভিনেত্রী। এরপর সেভাবে পর্দায় দেখা যেত না তাঁকে। তবে ডিলওয়ালে ছবিতে আত্ম প্রকাশের পরই তাক লাগিয়েছিলেন তিনি। এই রূপের রহস্য কী, নিজেই জানালেন কাজল।