Published : Dec 24, 2020, 02:32 PM ISTUpdated : Dec 24, 2020, 02:58 PM IST
বিপাশা বসু, কলকাতা থেকে বলিউডের স্বপ্ন নিয়ে টিনসেল টাউনে পাড়ি দিয়েছিলেন তিনি। একের পর এক মলেডিং শো-এর মধ্যা দিয়ে তৈরি করে নিয়েছিলেন নিজের পরিচিতি। এরপরই সুযোগ আসে বলিউড থেকে। পর্দায় প্রথম দিন থেকে আজ পর্যন্ত যেন একই লুকে ভাইরাল বিপস।