মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা। অন্তর্বাসে ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। বিকিনি লুকে ভাইরাল হতে গিয়ে নেটদুনিয়ায় সমালোচকদের কটাক্ষের শিকারও হতে হয়েছে দিশাকে। যদিও এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ দিশা। তিনি নিজের মতো করেই সবটা করে চলেছেন। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একগুচ্ছ বোল্ড ছবি শেয়ার করেছেন টাইগারের প্রেমিকা, যা দেখা মাত্রই চোখ ফেরানো দায় দিশার থেকে।
বিকিনি লুকে ভাইরাল হতে গিয়ে নেটদুনিয়ায় সমালোচকদের কটাক্ষের শিকারও হতে হয়েছে দিশাকে। যদিও এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ দিশা। তিনি নিজের মতো করেই সবটা করে চলেছেন।
49
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একগুচ্ছ বোল্ড ছবি শেয়ার করেছেন টাইগারের প্রেমিকা, যা দেখা মাত্রই চোখ ফেরানো দায় দিশার থেকে। স্কিনফিট পোশাকে যেন ঠিকরে বেরোচ্ছে বক্ষযুগল, ভরা যৌবন ভক্তদের চোখ আটকে গেছে।
59
সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রেমিকা। অভিনেত্রীর বিকিনি লুক হামেশাই চর্চায় থাকে।বরাবরই বিকিনিতে স্বচ্ছন্দ দিশা পাটানি। শেয়ার করা ছবিতে দিশার শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। প্রতিটি ছবিতে লাস্যময়ী দিশা।
ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। দিশা পাটানির হাতে এই মুহূর্তে বেশ কিছু ছবি রয়েছে। 'এক ভিলেন ২'-তে অভিনয় করতে চলেছেন দিশা। পাশাপাশি এই ছবিতে জন আব্রাহাম, অর্জুন কাপুর, তারা সুতারিয়াকেও দেখা যাবে।