বাড়িতে এই কাজও করতে হয় অক্ষয়কে, টুইঙ্কেল মুখ খুলতেই ফাঁস অক্কির সিক্রেট

Published : Oct 02, 2020, 09:56 AM IST

যে সুপারস্টার পর্দায় একের পর এক অ্যাকশনে মত্ত হয়ে ওঠেন, তিনিই নাকি বাড়িতে এই কাণ্ড ঘটান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে মজার ছলে অক্ষয়ের গোপন রহস্য ফাঁস করলেন তাঁর স্ত্রী টুইঙ্কেল। অবসরে কী করেন বাড়িতে অক্কি। 

PREV
18
বাড়িতে এই কাজও করতে হয় অক্ষয়কে, টুইঙ্কেল মুখ খুলতেই ফাঁস অক্কির সিক্রেট

সময় সম্পর্কে বারবরই খুব সচেতন অক্ষয় কুমার। ঘড়ি ধরে কাজ করতেই পছন্দ করেন তিনি। 

28

তাই সেটে খুব একটা রাত হয় না, যদি না রাতের শ্যুট থাকে। সাধারণত আট ঘণ্টা  কাজ করে থানে তিনি। 

38

বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই ভিষণ পছন্দ করেন তিনি। রাত আটটার পর খুব একটা বাড়ির বাইরেও থাকেন না তিনি। 

48

কোনও পার্টিতে গেলে সেখান থেকেও ঘড়ি ধরেই ফিরে আসেন অক্কি। বলিউডের তারকারা এক কথায় বলতে গেলে অক্কির প্রশংসাতে পঞ্চমুখ। 

58

কিন্তু প্রশ্ন হল, অক্কি এই অবসরে বাড়িতে কী করেন। সম্প্রতি ছোটদের সঙ্গে এক মজার সাক্ষাৎকারে হাজির হলেন টুইঙ্কেল ও অক্কি। 

68

সেখানেই টুইঙ্কেল জানালেন অক্কি রান্না করতে ভিষণ ভালোবাসেন। কিন্তু কী পদ রান্না করেন তিনি! 

78

মজার ছলে টুইঙ্কেল বলেন অক্কি টুইঙ্কেলের ভেজা ফ্রাই ও রক্ত গরম করতেই বেশি পছন্দ করেন। 

88

যদিও টুইঙ্কেলের এই কথায় মেজাজ হারিয়ে ফেলেন অক্কি। তিনি জানান ছোটদের সঙ্গে ইন্টারভিউতে কেন এমন মন্তব্য!

click me!

Recommended Stories