সময় সম্পর্কে বারবরই খুব সচেতন অক্ষয় কুমার। ঘড়ি ধরে কাজ করতেই পছন্দ করেন তিনি।
তাই সেটে খুব একটা রাত হয় না, যদি না রাতের শ্যুট থাকে। সাধারণত আট ঘণ্টা কাজ করে থানে তিনি।
বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটাতেই ভিষণ পছন্দ করেন তিনি। রাত আটটার পর খুব একটা বাড়ির বাইরেও থাকেন না তিনি।
কোনও পার্টিতে গেলে সেখান থেকেও ঘড়ি ধরেই ফিরে আসেন অক্কি। বলিউডের তারকারা এক কথায় বলতে গেলে অক্কির প্রশংসাতে পঞ্চমুখ।
কিন্তু প্রশ্ন হল, অক্কি এই অবসরে বাড়িতে কী করেন। সম্প্রতি ছোটদের সঙ্গে এক মজার সাক্ষাৎকারে হাজির হলেন টুইঙ্কেল ও অক্কি।
সেখানেই টুইঙ্কেল জানালেন অক্কি রান্না করতে ভিষণ ভালোবাসেন। কিন্তু কী পদ রান্না করেন তিনি!
মজার ছলে টুইঙ্কেল বলেন অক্কি টুইঙ্কেলের ভেজা ফ্রাই ও রক্ত গরম করতেই বেশি পছন্দ করেন।
যদিও টুইঙ্কেলের এই কথায় মেজাজ হারিয়ে ফেলেন অক্কি। তিনি জানান ছোটদের সঙ্গে ইন্টারভিউতে কেন এমন মন্তব্য!
Jayita Chandra