নেকলাইন নাভী ছাড়ালো, উন্মুক্ত বিতর্কিত প্রিয়ঙ্কার এই পোশাকের দাম কত ছিল জানেন

Published : Sep 23, 2021, 08:46 AM IST

পোশাক বিতর্কের সন্মুখীন হতে হয়েছে প্রিয়ঙ্কা চোপড়াকে একাধিকবার। কখনও সমস্যা সৃষ্টি করেছে নেকলাইন। কখনও আবার প্রশ্ন সৃষ্টি করেছে প্রিয়ঙ্কার হাইকাট গ্রাউন। কেবল খোলামেলা পোশাকই নয়, পাশাপাশি ইউনিক আউট ফিটকেও আজবের তকমা দিয়েছে নেটদুনিয়া। তবে বহু চর্চির বিতর্কিত প্রিয়ঙ্কার এই পোশাকের দাম শুনে হতবাক অনেকেই।

PREV
19
নেকলাইন নাভী ছাড়ালো, উন্মুক্ত বিতর্কিত প্রিয়ঙ্কার এই পোশাকের দাম কত ছিল জানেন

প্রিয়ঙ্কা চোপড়ার একাধিক আউফিটের সঙ্গে জড়িত বিতর্ক। কখনও তা নিতম্বের ওপর ওঠায় সমস্যা, কখনও আবার বিতর্কের বিষয় নেকলাইন।

29

এমনই এক পোশাক পড়ে বিতর্ক উষ্কেছিলেন নিক ঘরণী গ্রামির মঞ্চে। বিয়ের পর থেকেই হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়ঙ্কা।

39

একাধিক শো থেকে শুকরু করে ফ্যাশন উইকে নিকের সঙ্গে ঘনিষ্ট পোজে ধরা দেন পিগি চপস। গ্রামিতেও তার ব্যতিক্রম হয়নি।

49

তবে সমস্যা সৃষ্টি করেছিল প্রিয়ঙ্কার পোশাক। নেটলাইন ছাড়িয়েছিল নাভী। এই পোশক পরে কীভাবে প্রিয়ঙ্কা শো-তে এলেন! প্রশ্ন তুলেছিল নেটমহল।

59

পাশাপাশি প্রশ্ন উঠেছিল ভারতীয় সংস্কৃতি নিয়েও। যদিও সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত করতে নারাজ ছিলেন পিগি চপস।

69

তাঁর কথায়, স্কিন নেট দিয়েই বন্ধ ছিল সামনের অংশ, তাই কোনও সমস্যাই ছিল নিয়ে। এমনকি এই পোশাক নিয়ে মুখ খুলতে হয়েছিল প্রিয়ঙ্কার মাকেও।

79

তবে পোশাকের দাম সামনতে আসতেই যেন চুপ সকলে। এত বিতর্কিত পোশাক, অথচ তার পেছনে এত টাকা খরচ করেছেন প্রিয়ঙ্কা।

89

প্রিয়ঙ্কার পোশাকের দাম ছিল সাড়ে ৭২ লক্ষ টাকা। যা ঝড়ের বেগে নেট দুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল। উঠেছিল সমালোচনার ঝড়।

99

শেষে প্রিয়ঙ্কাকে একাধিক সাফাই দিতে হয়। কখনও তিনি জানান মাঝে ছিল বেশ খানিকটা নেট, কখনও আবার প্রকাশ্যে আসে পোশাক নির্মাতা নিজেই। 

click me!

Recommended Stories