Published : Jun 04, 2021, 08:02 AM ISTUpdated : Jun 04, 2021, 08:05 AM IST
রেখার ব্যক্তিগত জীবনটাও ছিল চলচ্চিত্র জীবনের মতোই ঝা চকচকে। নিজের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে সবসময়েই সচেতন ছিলেন এই অভিনেত্রী। কিন্তু রেখার জীবনে এমন এক ঘটনা ঘটে গিয়েছে যা আজও ভুলতে পারেননি রেখা। বয়স মাত্র ১৫ বছর। অভিনয়ে আসার পরই যৌন লালসার শিকার হয়েছিলেন অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জোর করে চুমু খেয়েছিলেন অভিনেত্রীকে। গভীর চুম্বনের কথা আজও ভুলতে পারেননি বলিউডের উমরাওজান রেখা।