শারীরিক সম্পর্ক ছেড়ে বেরোনোটা খুবই কঠিন, কেন সইফকে বিয়ে করতে চাননি করিনা, প্রকাশ্যে এল সত্য

এখন ৩ থেকে ৪  সইফিনা। দ্বিতীয়বার ফুটফটে পুত্র সন্তানের  মা হয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। সম্প্রতি করিনা ও সইফের পুরোনা একটি ঘটনাকে ঘিরেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ১০ বছরের ছোট করিনা নাকি সইফের বিয়ের প্রস্তাব একবার নয় বরং ২ বার প্রত্যাখ্যান করেছিলেন । কেন এমনটা করেছিলেন বলিউডের ফ্যাশন আইকন করিনা কাপুর। এর পিছনে কি ছিলেন প্রেমিক শাহিদ কাপুর, প্রকাশ্যে এল  গোপন সত্য।
 

Riya Das | Published : Apr 24, 2021 3:48 AM IST / Updated: Apr 24 2021, 09:20 AM IST
110
শারীরিক সম্পর্ক ছেড়ে বেরোনোটা খুবই কঠিন, কেন সইফকে বিয়ে করতে চাননি করিনা, প্রকাশ্যে এল সত্য

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা । ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন করিনা।

210

সইফ আলি খানের সঙ্গে তার সম্পর্ক ফের লাইমলাইটে উঠে এসেছে।

310

করিনা নিজেই একবার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নবাব পুত্র সইফ আলি খানকে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা।

410


বয়সে সইফ আলি খানের চেয়ে ১০ বছরের ছোট করিনা। বিয়ের আগে অনেকদিন ডেটও করেছিলেন সইফ-করিনা।
 

510

তারপরেও বিয়ের প্রস্তাব ২ বার ফিরিয়েও দিয়েছিলেন করিনা। শেষমেষ ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন করিনা। 

610

করিনা সাক্ষাৎকারে নিজে জানিয়েছিলেন প্যারিসে ২ বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সইফ। কিন্তু করিনা উত্তরে বলেছিলেন 'আমি তোমাকে চিনি না'। তারপরই ২ বার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন করিনা।

710

নেটিজেনরা এখনও মনে করেন শাহিদের সঙ্গে ঘনিষ্ঠতা ছেড়ে বেরানোটা অনেকটাই কঠিন ছিল করিনার পক্ষে। তাই হয়তো সইফকে বিয়েতে নারাজ ছিলেন বেবো।

810

শাহিদ কাপুরের সঙ্গে ব্রেক আপের পরই ২০০৮ সালে তাশান ছবির সেটে সইফের সঙ্গে বন্ধুত্ব হয় করিনার। তারপরই সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম।

 

910

সইফ ও করিনার বিবাহিত জীবনও এতটাও সহজ ছিল না। প্রথম সন্তান জন্ম দেওয়া থেকে অনেক বিতর্কের মুখেই পড়তে হয়েছে এই কাপলকে।

1010

তবে দীর্ঘদিন পর করিনা সইফকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এবং তিনি নিজের সেদিনের সেই সিদ্ধান্তকে আজ সেরা বলে মনে করেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos