কাহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে বলিউডের সফর শুরু। প্রথম ছবি হৃত্বিকের বিপরীতে। সুপারহিটর তকমা নিয়ে বলিউডে প্রথম পা রেখেছিলেন আমিশা প্যাটেল। কিন্তু কয়েকবছর ঘুরতে না ঘুরতেই বলিউড ভুলতে বসল সেই সিনে স্টারকে।
আমিশা প্যাটেল, কাহো না পেয়ার হ্যায় ছবি যাদের কাছে নস্ট্যালজিয়া, তাদের খুব কাছের এক অভিনেত্রী এই বলি ডিভা।
29
প্রথম ছবিতেই ব্লকবাস্টার, সুপার হিটের তকমা পেয়ে বলিউডে ভাইরাল হয়ে উঠেছিলেন আমিশা প্যাটেল। তারপর একে একে ছবি পাওয়া।
39
হাতে ছবি আসলেও তা আর সেভাবে হিট হতে দেখা যায় না। যার ফলে ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন তিনি।
49
একটা সময়ের পর বন্ধ হয়ে যায় ছবির প্রস্তাব পাওয়া। কিন্তু লড়াই থামাননি আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই টিকে রইলেন ভক্তদের মধ্যে।
59
একের পর এক হট লুকে ছবি পোস্ট করে থাকেন আমিশা। তা ভাইরাল হয়ে উঠতে খুব একটা বেশি সময় লাগে না। ঝড় উঠে নেট দুনিয়ায়।
69
কখনও বিকিনিতে কখনও আবার মনোকিনিতে। ভক্তদের মধ্যে উষ্ণতার পারদ তুঙ্গে তুলতে সিদ্ধ হস্ত আমিশা এখন বলিউডে ব্রাত্য।
79
মাঝে মধ্যে তাঁকে ফ্যাশন শোতে পাওয়া গেলে বা কোনও বিজ্ঞাপনে পাওয়া গেলেও বড় পর্দায় দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি।
89
কিন্তু ইনস্টা প্রোফাইলে তাঁর ভক্তের সংখ্যা যে কোনও বলিস্টারকে কড়া টক্কর দিতে পারে। তবে ট্রোলাদের থামিয়ে রাখা বেজায় মুশকিল।
99
প্রকাশ্যেই এবার ভরতে থাকছে কমেন্টবক্স, তবে কি সিনেমা পাচ্ছেন না বলেই তিনি লাইম লাাইট ধরে রাখতে এই ধরনের পোশাকের আশ্রয় নিচ্ছেন!
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।