লকডাউনে সকলের অগোচরে অন্তিমযাত্রা, পাশে থাকতে পারেনি বলিউড, একবছরের মাথায় ভক্তমনে ফিরল ইরফান বিদায় স্মৃতি

দেখতে দেখতে একটা বছর পার, প্রয়াত ইরফান খান, তবে বলিউডে একের পর এক অনবদ্য ছবি করে আজ তিনি অমর। ২৯ এপ্রিল সকালেই জীবন যুদ্ধে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শেষকৃত্যে পাশে থাকতে পারেনি বলিউড। চুপিসারে চলেগেলেন বলিউড স্টার। 

Jayita Chandra | Published : Apr 29, 2021 1:48 AM IST
19
লকডাউনে সকলের অগোচরে অন্তিমযাত্রা, পাশে থাকতে পারেনি বলিউড, একবছরের মাথায় ভক্তমনে ফিরল ইরফান বিদায় স্মৃতি

মায়ের মৃত্যু শোক সহ্য করতে পারেননি ইরফান খান। জীবন যুদ্ধে হার মেনে ২৯ এপ্রিল সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।

29

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুর আগের দিন কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইরফানকে মঙ্গলবার।

39

এদিন দুপুরে কথা ছিল ইরফানকে নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে। কিন্তু তা আর হল না। পরে হাসপাতাল থেকে জানানো হল মরদেহ যাবে সোজা কবরস্থান। 

49

দেশ জুড়ে তখন চলছে লকডাউন। তাই অন্তিমযাত্রায় কেউ থাকতে পারলেন না পাশে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শোকবার্তা।

59

মুম্বইয়ের বসোবা কবরস্থানে হল শেষকৃত্য। ২৯ এপ্রিল দুপুর দেড়টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হাওয়া। 

69

বলিউডের কিংবদন্তি অভিনেতার শেষকৃত্যে মানা হয় সামাজিক দুরত্ব। উপস্থিত ছিলেন হাতেগোনা কয়েকটা সংবাদমাধ্যম। 

79

পুলিশ ঘিরে রেখেছিলেন কবরস্থান। নির্দিষ্ট সময়মতই পৌঁছে ছিল গাড়ি। চুপিসারে চলে গেলেন অভিনেতা। শেষ দেখা হল না। 

89

চোখের জলে ভাসছে আজ তাঁর ভক্তকূল। লকডাউনে বলিউডের তারকা পতন। চেয়েও হাজির থাকতে পারলেন না কেউ। 

99

দেখতে দেখতে একটা বছর পার, আবারও ফিরল শোকের স্মৃতি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos