পর পর চারটি কন্যাসন্তান, অভিশাপ মেনে ক্ষুব্ধ হয়েছিলেন নীতি-শক্তির বাবা

মেয়েদের দেবী রূপে পজো করা হয় এই দেশে। আবার এই মেয়েদের নষ্ট করে ফেলা হয় জন্ম নেওয়ার আগেই। ভারতে দেবীকে ঠিক যতটা ভক্তি ভরে পুজো করা হয়, ততটাই জেদ নিয়ে ছিনিয়ে নেওয়া মেয়েদের অধিকার। ডিজিটাল ভারত, নতুন ভারত, মডার্ন ভারত, এ ধরণের যত বিষয়ই উঠুকু না কেন, আজও মহিলাদের জায়গা অনেকটাই পিছিয়ে। চারিদিকে নারীবাদিরা নারী ক্ষমতায়নের জন্য লড়ে চলেছে, সমান অধিকারের জন্য আওয়াজ তুলে চলেছে। মেয়ে জন্ম আজও অনেকে দুর্ভাগ্য হিসেবেই মনে করে। এমনটাই ঘটেছিল মোহন সিস্টার্সদের সঙ্গে। নীতি মোহন, শক্তি মোহন, মুক্তি মোহন এবং কৃতি মোহন। বিনোদনের জগতে বিশেষ করে প্রথম তিনটি নাম অত্যন্ত জনপ্রিয়। স্ক্র্যাচ থেকে শুরু করে আজ এই তিনজন সফলতার আকাশ ছুঁয়েছে। আর এক সময় এই চারটি মেয়ে জন্ম নিয়ে হতাশ হয়েছিলেন বৃজ মোহন অর্থাৎ তাঁদের বাবা।

Adrika Das | Published : May 12, 2020 3:58 PM IST
112
পর পর চারটি কন্যাসন্তান, অভিশাপ মেনে ক্ষুব্ধ হয়েছিলেন নীতি-শক্তির বাবা

নীতি মোহন। বাড়ির সবচেয়ে বড় মেয়ে। বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন।

212

এ আর রহমানের সঙ্গে যশ রাজ ব্যানারে কাজ করেন যব তক হে জান ছবিতে।   

312

বলিউডে ডেবিউ করার সুযোগ হয় করণ জোহারের ধর্মা প্রোডাকশনের হাত ধরে। 

412

ইশ্ক ওয়ালা লাভে আলিয়ার লিপে গলা দেন নীতি। ডেবিউ করার সঙ্গে সঙ্গেই আকাশছোঁয়া সফলতা এসে পড়ে তাঁর ঝুলিতে।

512

প্রতিভার জোরে বলিউডের সমস্ত বিগ বাজেট ছবিতে কাজ করে চলেছেন নীতি। 

612

অন্যদিকে শক্তি এবং মুক্তির জনপ্রিয়তাও বিনোদন জগতে অস্বাভাবিক। 

712

নৃত্যশিল্পী হিসেবে কেবল নয় তাঁরা অভিনয় জগতেও একই রকমের জনপ্রিয়তা লাভ করেছেন।

812

ডান্স ইন্ডিয়া ডান্সের খেতাব জিতে হিন্দি টেলিভিশনে একের পর এক কাজ করতে দেখা যায় শক্তিকে। 
 

912

ধারাবাহিকে অভিনয় করার পর এখন বিখ্যাত ডান্স রিয়্যালিটি শো ডান্স প্লাসে বিচারকের আসনে রয়েছেন তিনি।

1012

শক্তিও অভিনয়ের পাশাপাশি তাঁদের ডান্স অ্যাকাডেমি নৃত্যশক্তিতেও নাচ শেখান। 
 

1112

এই নৃত্যশক্তিতে ম্যানেজার হিসেবে কাজ করেন কৃতি মোহন। নীতির পর শক্তির জন্ম হয় তারপর মুক্তির।
 

1212

সবচেয়ে ছোট বোন হল কৃতি। পর পর চারটি মেয়ের জন্মের পর অত্যন্ত হাতশ হয়ে পড়েছিলেন তাঁদের বাবা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos