প্রায় প্রতিদিনই শ্যুটিং সেটে ব্যস্ত থাকেন দক্ষিণ ও বলিউডের হেভিওয়েট তারকারা। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না।
যথা সময় শুরু হয়েছিল ছবির শ্যুটিং-এর কাজ। এরই মাঝে ভয়াবহ দুর্ঘটনা ঘটে শ্যুটিং সেটে।
আগুন লেগে যায় আদীপুরুষের এলাহে শ্যুটিং সেটে। দাউ-দাউ করে বাড়তে থাকে আগুন, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো সেটে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দশ ইঞ্জিন। গুরগাঁও-তে তৈরি করা হয়েছিল এই সেট।
মঙ্গলবার আগুন লাগার ফলে পুরে ছাই হয়ে যায় সেটের অধিকাংশটাই। বড় সড় ক্ষতির মুখ দেখল প্রযোজক সংস্থা।
লক্ষ্মী পার্কে তৈরি এই সেটে মঙ্গলবার দুপুরেই লাগে আগুন। যদিও কোনও হতাহতের খবর মেলেনি সেট থেকে।
এই মুহূর্তে সেটে উপস্থিত ছিল মোটের ওপর একশো জন সদস্য। যদিও উপস্থিত ছিলেন না প্রভাস বা সাইফের মধ্যে কেউ।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Jayita Chandra