খান, কাপুরদের ছাপিয়ে আজ তিনি সেরার সেরা, প্রতিভার জোরে বলিউডে ছাপ রেখে চলেছেন অনুষ্কা

Published : May 01, 2020, 03:47 PM IST

অনুষ্কা শর্মা। বলিউডের অন্যতম তাবড় অভিনেত্রীদের মধ্যে একজন। রূপ তো আছে বটেই, তবে তার থেকেও বড় হাতিয়ার, অভিনয় ক্ষমতা। সিনেপর্দায় সাবসলিল অভিনয়ের মাধ্যমেই মুগ্ধ করেছেন ক্রিটিস থেকে সকল দর্শকদের। এমন খুব কম মানুষই আছেন যাদের অনুষ্কার কাজ পছন্দ হয়নি। পুরোপুরি নিজের প্রতিভার জোরে আজও তিনি সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। যেমনই চরিত্র হোক না কেন, নিজেকে পরিচালক কিংবা চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী ভেঙে গড়ে সেই চরিত্রের মত করে তুলেছেন প্রতিবার। অভিনেত্রী থেকে প্রযোজক হয়ে ওঠা, নিজের ফ্যাশন ব্র্যান্ড  খোলা। সবটাই করেছেন নিজের ক্ষমতায়।

PREV
112
খান, কাপুরদের ছাপিয়ে আজ তিনি সেরার সেরা, প্রতিভার জোরে বলিউডে ছাপ রেখে চলেছেন অনুষ্কা

অনুষ্কার জন্মদিনে তাঁর অভিনয় ক্ষমতার বিষয় প্রশংসা করা ছাড়া তাঁর অদম্য জেদ এবং টিকে থাকার লড়াইয়ের কথা না বললেই নয়।

212

অনুষ্কা রব নে বনা দি জোরি দিয়ে শুরু করেছিলেন নিজের সোনালি সফর। অভিনয় ক্ষমতার কারণে প্রথম ছবিতেই ছক্কা হাঁকালেন অভিনেত্রী।

312


প্রথম ছবিতেই শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করা। অর্ধেকের বেশি অভিনেত্রীরাই সেখান ওভারশ্যাডোড হয়ে যান।

412


তবে তেমনটা ঘটেনি অনুষ্কার ক্ষেত্রে। বরং শাহরুখকে ছাপিয়ে তাঁর অভিনয় ক্ষমতার প্রশংসার পুল বাঁধতে শুরু করল বলিউড।

512

নেপটিজমের দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ছাপ ফেলতে শুরু করলেন অনুষ্কা।

612

একে একে প্রত্যেক ছবিতে তাঁর প্রশংসার রেশ বাড়তেই থাকল। ছবি হিট হোক বা ফ্লপ, অনুষ্কার জনপ্রিয়তার শিড়ি ভাঙা বন্ধ হল না।

712


একে একে সুপারহিট ছবি, তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে কাজ তাঁকে সেরা অভিনেত্রীর খেতাব এনে দিল।

812

আউটসাইডার হিসেবে বলিউডে আজ তিনি যে জায়গায় তা খুব অভিনেতা-অভিনেত্রীরাই অর্জন করতে পেরেছেন।

912

পাব্লিক ফিগার হয়েও নিজের ব্যক্তিগত জীবনকে কখনও প্রকাশ্যে আসতে দেননি অনুষ্কা। বিরাট কোহলিরক সঙ্গে চুপিসারে বিয়ে করে এক রকম চমকে দিয়েছিলেন সকলকে। 

1012

পেশাগত জীবনে, একজন অভিনেত্রী থেকে হয়ে অসামান্য প্রযোজক। কনটেন্টের উপর চিরকাল ভরসা করে এসেছেন অনুষ্কা।

1112

ছবিতে হিরো হিরোইন বা ফিল্মি গান নয়, রাজ করবে কনটেন্ট। আজ সত্যি সেই কনটেন্টের জোরে খানদের ছাপিয়ে রাজকুমার রাও, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, কৃতি স্যানন, দীপিকা পাডুকোনের নাম উঠে এসেছে তালিকার শীর্ষে। 

1212

অনুষ্কা নিজের প্রযোজনায় অসাধারণ ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের। এনএইচটেন, ফিল্লৌরি, পরী, তিনটিই ছবি প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এবার পাতাল লোক নামক ওয়েব সিরিজ নিয়ে ডিজিটাল দুনিয়ায় পদার্পণ করেছেন অনুষ্কা।

click me!

Recommended Stories