গৌহর খান সে সমস্ত সেলেব্রিটিদের পড়েন যিনি ফ্যাশন ওয়ালর্ল্ড, বলিউড, টেলি দুনিয়া এমনকি ওয়েবের দুনিয়াতেও কাজ করেছেন নিজের গুণেই। মডেলিং কেরিয়ারে বাধা এসেছিল তাঁর ওয়ার্ডড্রোব ম্যালফাংশনের পর। স্কার্ট ফেটে যাওয়ায় তাঁর নিতম্বের অনেকাংশ বেরিয়ে আসে। স্কার্ট ছিঁড়ে এভাবে নিতম্বর বেরিয়ে আসতে তিনি সেই মুহূর্তে ভয় পাননি। বরং হাত দিয়ে ঢেকে হেঁটে বেরিয়ে গেলেন ব়্যাম্প থেকে। এছাড়াও কিপিং আপ উইথ কার্দাশিয়ানের থেকে অনুপ্রাণিত হিন্দি শো খান সিস্টার্সেও গৌহর বিতর্কে জড়ান।
গৌহর নাকি অশালীন পোশাক পরে পুরুষদের মানসিকতা বিকৃত করছেন। এই দাবিতেই গৌহরকে থাপ্পড় মারে সে।
810
যদিও পরবর্তীকালে অকিলের দাবি ছিল, গৌহর তাঁকে টাকা দিয়েছিলেন এই কাজটি করার জন্য।
910
এমনকি সলমন খানের 'দাবাং' ফ্র্যাইঞ্চাইজিতে অভিনয়ের সুযোগের প্রলোভন দেখিয়েছেন।
1010
যদিও গৌহরের কথায়, অকিলের সমস্ত অভিযোগ এবং দাবি মিথ্যে। তিনি অকিলকে এই ঘটনার আগে চিনতেনও না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।