'পোশাকে অশ্লীলতা', পুরুষদের মানসিকতা 'বিকৃত' করায় সপাটে চড় খেয়েছিলেন গৌহর

গৌহর খান সে সমস্ত সেলেব্রিটিদের পড়েন যিনি ফ্যাশন ওয়ালর্ল্ড, বলিউড, টেলি দুনিয়া এমনকি ওয়েবের দুনিয়াতেও কাজ করেছেন নিজের গুণেই। মডেলিং কেরিয়ারে বাধা এসেছিল তাঁর ওয়ার্ডড্রোব ম্যালফাংশনের পর। স্কার্ট ফেটে যাওয়ায় তাঁর নিতম্বের অনেকাংশ বেরিয়ে আসে। স্কার্ট ছিঁড়ে এভাবে নিতম্বর বেরিয়ে আসতে তিনি সেই মুহূর্তে ভয় পাননি। বরং হাত দিয়ে ঢেকে হেঁটে বেরিয়ে গেলেন ব়্যাম্প থেকে। এছাড়াও কিপিং আপ উইথ কার্দাশিয়ানের থেকে অনুপ্রাণিত হিন্দি শো খান সিস্টার্সেও গৌহর বিতর্কে জড়ান। 

Adrika Das | Published : Sep 20, 2020 5:22 PM
110
'পোশাকে অশ্লীলতা', পুরুষদের মানসিকতা 'বিকৃত' করায় সপাটে চড় খেয়েছিলেন গৌহর

এছাড়া বিগ বস তো রয়েছেই। সলমন খানের সঙ্গে নিত্যদিনই কথা কাটাকাটি হত গৌহর খান এবং তাঁর তখনকার প্রেমিক কুশাল টন্ডনের।

210

কুশালের জন্য বিগ বস হাউজ ছেড়েও বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে পরবর্তীকালে এই অনুষ্ঠানের বিজেতা হন গৌহর। 

310

কুশালের জন্য বিগ বস হাউজ ছেড়েও বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে পরবর্তীকালে এই অনুষ্ঠানের বিজেতা হন গৌহর। 

410

ইন্ডিয়াস র স্টার নামক এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে কাজ করেছিলেন গৌহার খান। 

510

সেই সময় তাঁর সঞ্চালনার প্রশংসাও করেছিল একাধিক দর্শক। সেই দর্শকদের মধ্যেই লুকিয়ে ছিল হেনস্তাকারী। 

610

মহম্মদ অকিল মালিক গৌহারকে অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন থাপ্পড় মারেন। সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়। 

710

গৌহর নাকি অশালীন পোশাক পরে পুরুষদের মানসিকতা বিকৃত করছেন। এই দাবিতেই গৌহরকে থাপ্পড় মারে সে। 

810

যদিও পরবর্তীকালে অকিলের দাবি ছিল, গৌহর তাঁকে টাকা দিয়েছিলেন এই কাজটি করার জন্য। 

910

এমনকি সলমন খানের 'দাবাং' ফ্র্যাইঞ্চাইজিতে অভিনয়ের সুযোগের প্রলোভন দেখিয়েছেন। 

1010

যদিও গৌহরের কথায়, অকিলের সমস্ত অভিযোগ এবং দাবি মিথ্যে। তিনি অকিলকে এই ঘটনার আগে চিনতেনও না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos