মহিমা আরও জানিয়েছিলেন, হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তার অস্ত্রোপচার করা হয়েছিল। একটা বা দুটো নয়, ৬৭ টি কাঁচ তার সারা মুখে ফুটে গিয়েছিল। সেই ক্ষত সারাতে বেশ অনেক বছর সময়ও লেগে গিয়েছিল। অপারেশনের পর ডাক্তাররা তাকে অন্ধরার ঘরে থাকার নির্দেশ দেন। এই সময় বেশ অনেকগুলি ছবির কাজ ছিল তার হাতে। কিন্তু দুর্ঘটনার পর নিজেকে সরিয়ে নিয়েছিলেন বি-টাউন থেকে।