হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ঠোঁটঠাসা গাঢ় চুম্বনে লিপ্ত অমিতাভ, রানির সাহসী দৃশ্যে আজও সরগরম বলিউড

Published : Mar 21, 2022, 11:54 AM IST

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি জীবনের ৪৩ টি বসন্ত পেরিয়ে ৪৪ বছরে পা দিলেন। অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছাঁয়া। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। জনপ্রিয় বলি নায়িকা বলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন একরাশ স্বপ্ন নিয়ে।'রাজা কি আয়েগি বরাত' ছবিতে বলিউডে অভিষেক হয় রানির। তারপর থেকেই একের পর এক সুপারহিট সিনেমার জনপ্রিয় মুখ রানি মুখার্জি (Rani Mukherjee)। একটাসময়ে চুটিয়ে সিনেমা করলেও এখন খুব একটা বেশি দেখা যায় না।  অভিনেত্রীর একাধিক সুপারহিট সিনেমা দর্শকদের মন কাড়লেও রানির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল 'ব্ল্যাক' (Black) সিনেমাটি। তবে জনপ্রিয় সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখার্জির ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য নিয়ে আজ সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা।

PREV
110
হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ঠোঁটঠাসা গাঢ় চুম্বনে লিপ্ত অমিতাভ, রানির সাহসী দৃশ্যে আজও সরগরম বলিউড

রানি মুখার্জিকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। তবে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বঙ্গ সুন্দরী (Happy Birthday Rani Mukherji)। অকারণে অহেতুক চর্চা মোটেই তার পছন্দ নয়। আর এই কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন আদিত্য ঘরনি। 

210

৪৪ বছরে পা দিলেন রানি মুখার্জি। অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা । অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছাঁয়া। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Happy Birthday Rani Mukherji) ।

310

'রাজা কি আয়েগি বরাত' ছবিতে বলিউডে অভিষেক হয় রানির। তারপর থেকেই একের পর এক সুপারহিট সিনেমার জনপ্রিয় মুখ রানি মুখার্জি। একটাসময়ে চুটিয়ে সিনেমা করলেও এখন খুব একটা বেশি দেখা যায় না।  অভিনেত্রীর একাধিক সুপারহিট সিনেমা দর্শকদের মন কাড়লেও রানির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ব্ল্যাক সিনেমাটি (Happy Birthday Rani Mukherji) । 

410

 একাধিক চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন  অমিতাভ বচ্চন। তেমনই ব্ল্যাক ছবিটিও তার মধ্যে অন্যতম। তবে ব্ল্যাক সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখার্জির ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য অনেক বেশি নজর কেড়েছিল। আজ সেই দৃশ্য নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা (Happy Birthday Rani Mukherji)।

510

ব্ল্যাক ছবিতে রানি মুখার্জিতে একজন স্পেশ্যাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। রানি মুখার্জির অভিনয় তার কেরিয়ারে মাইলস্টোন তৈরি করেছিল। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সমালোচকরা। বিনা ডায়লগে শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন রানি (Happy Birthday Rani Mukherji) । 
 

610

ছবিতে অমিতাভ বচ্চনকে একজন স্পেশ্যাল চাইল্ড ট্রেনারের চরিত্রে দেখা গিয়েছিল, যা অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জিং ছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর একাধিক পুরস্কারও পেয়েছিলেন অমিতাভ ও রানি মুখার্জি। তবে রানি ও অমিতাভের চুম্বন দৃশ্য নিয়ে আজও চর্চা চলেই আসছে বলিউডে (Happy Birthday Rani Mukherji)।

710

অমিতাভ ও রানির এই চুম্বনের দৃশ্য যে ভীষণ ভাবে চ্যালেঞ্জিং ছিল, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রীয়। এমনকী হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে চুম্বনের দৃশ্যের জন্য আলাদা ভাবে মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল বিগ বি-কেও (Happy Birthday Rani Mukherji)। এমনকী ছবিটি নিয়েও কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অমিতাভ বচ্চনকে।

810

বরাবরই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন রানি মুখার্জি। দেবদাসের পর অমিতাভের সঙ্গে ব্ল্যাক ছবিতে কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিল রানি মুখার্জির (Happy Birthday Rani Mukherji)। বরাবরই তার অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের মর্দানি-কে।
 

910

 অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সব ফ্যানেদেরই কম-বেশি আগ্রহ রয়েছে। দূর থেকে যেই জিনিসগুলি দেখতে সুন্দর হয়, সেগুলি কাছ থেকে দেখতে অনেকসময় ফিকে লাগে। ঠিক তেমনই ফ্ল্যাশলাইটের ঝলকানি, গ্ল্যামার দুনিয়া, পাপারাৎজির ভিড় এই সবের থেকে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বঙ্গ সুন্দরী। বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে খুব একটা মুখ খুলতে দেখা যায় না। 

1010


উল্লেখ্য, ২০১৪ সালে চুপিসাড়া ইতালিতে পরিচালক -প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রানি মুখার্জি। তার পরের বছরেই তাদের কোলে আসে আদিরা। যশরাজ ফিল্মের 'বান্টি অউর বাবলি ২'-তে প্রায় দেড় দশক পর রূপোলি পর্দায় ফিরতে চলেছে 'হাম তুম' রানি ও সইফ জুটি।

click me!

Recommended Stories