অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সব ফ্যানেদেরই কম-বেশি আগ্রহ রয়েছে। দূর থেকে যেই জিনিসগুলি দেখতে সুন্দর হয়, সেগুলি কাছ থেকে দেখতে অনেকসময় ফিকে লাগে। ঠিক তেমনই ফ্ল্যাশলাইটের ঝলকানি, গ্ল্যামার দুনিয়া, পাপারাৎজির ভিড় এই সবের থেকে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন বঙ্গ সুন্দরী। বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে খুব একটা মুখ খুলতে দেখা যায় না।