উন্মুক্ত স্তনের একাংশ, অর্ধনগ্ন শরীরে ঝড় তুলতে গিয়েই চরম ট্রোলড শ্রদ্ধা কাপুর

জীবনের ৩৪ টি বসন্ত পেরিয়ে ৩৫ শে পা দিলেন শ্রদ্ধা কাপুর (  Happy Birthday Shraddha Kapoor) । শক্তি কন্যাকে নিয়ে সর্বদাই উত্তেজনার পারদ তুঙ্গে।  বলিউড  অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই বেরিয়ে এসেছে শরীরের গোপনাঙ্গ। বেরিয়ে এসেছে স্তনের খাঁজ, অনাবৃত উরুর খাঁজ থেকে  শরীরী শিহরণে সেক্সি শ্রদ্ধা যেন আরও গর্জিয়াস। একাধিকবার চরম ট্রোলের মুখেও পড়েছেন শক্তি কন্যা।  বি-টাউনের কান পাতলেই ফের বিয়ের সানাই শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। ২০১৯ সালে ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গেই সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা। এবার চারহাত এক হওয়ার পালা। হট ফোটোশ্যুটে ঘাম ঝরানো শ্রদ্ধার প্রেম থেকে বিয়ের অজানা কাহিনি জেনে নিন একনজরে।

Riya Das | Published : Mar 3, 2022 4:42 AM IST
19
উন্মুক্ত স্তনের একাংশ, অর্ধনগ্ন শরীরে ঝড় তুলতে গিয়েই চরম ট্রোলড শ্রদ্ধা কাপুর

 ৩৫ শে পা দিলেন  বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর  ( Happy Birthday Shraddha Kapoor) । বলিউডের প্রথমসারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সর্বত্রই যেন দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। ইতিমধ্যেই একাধিক ছবিতে নিজের ছাপ রেখেছেন শ্রদ্ধা। বাবার পরিচয়ে  নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন শ্রদ্ধা কাপুর। 

29


শক্তি কন্যাকে নিয়ে সর্বদাই উত্তেজনার পারদ তুঙ্গে।  বলিউড  অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই বেরিয়ে এসেছে শরীরের গোপনাঙ্গ। বেরিয়ে এসেছে স্তনের খাঁজ, অনাবৃত উরুর খাঁজ থেকে  শরীরী শিহরণে সেক্সি শ্রদ্ধা যেন আরও গর্জিয়াস ( Happy Birthday Shraddha Kapoor)।

39


অভিনয় দক্ষতার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের লেটেস্ট ফোটোশ্যুটে ঘুম  উড়িয়েছে ভক্তদের।  প্রতিটি ছবিতেই লাস্যময়ী শ্রদ্ধা। অভিনেত্রীর স্টাইলিশ অবতার, মোহময়ী লুকে আগুন ঝরছে। শ্রদ্ধার উষ্ণ অবতারে ঘায়েল ভক্তরা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় ( Happy Birthday Shraddha Kapoor) ।

49


অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই বেরিয়ে এসেছে শরীরের গোপনাঙ্গ।  অনাবৃত উরুর খাঁজ থেকে  শরীরী শিহরণে সেক্সি শ্রদ্ধা যেন আরও গর্জিয়াস ( Happy Birthday Shraddha Kapoor) ।  তবে এর কারণে একাধিকবার চরম ট্রোলের মুখেও পড়েছেন শক্তি কন্যা। অভিনেত্রীর হট আদায় ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।
 

59


বলি ফ্যাশনিস্তা শ্রদ্ধা কাপুর যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। এর আগেও ফ্যাশন গোল দিয়ে সবাইকে চমকে দিয়েছেন কাপুর কন্যা। শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে  ( Happy Birthday Shraddha Kapoor)। ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন শ্রদ্ধা।

69

বি-টাউনের কান পাতলেই ফের বিয়ের সানাই শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। ২০১৯ সালে ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গেই সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা ( Happy Birthday Shraddha Kapoor)। এবার চারহাত এক হওয়ার পালা। তবে কবে পিঁড়িতে বসছেন তা এখনও জানা যায়নি।
 

79

বলিপাড়ার অন্দরে কান পাতলেই রোহন ও শ্রদ্ধার বিয়ের খবর শোনা যাচ্ছে। এমনকী অভিনেত্রীর বিয়ে নিয়ে মন্তব্য করেছেন শ্রদ্ধার মাসি পদ্মিনী কোলহাপুরী ও তুতো ভাই প্রিয়াঙ্ক শর্মা ( Happy Birthday Shraddha Kapoor)। শক্তি কাপুর মেয়ের বিয়ে নিয়ে জানিয়েছিলেন, বিয়ের আগে সব দেখে শুনে বুঝে নিয়ে তারপরই বিয়ে করা উচিত। তাড়াহুড়ো করে বিয়ের মতো এমন একটা সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

89


মেয়ের বিয়ে নিয়ে বক্তবের শেষে  বেশ চিন্তাও প্রকাশ করেছিলেন শক্তি কাপুর। তার মতে, বর্তমানে যেভাবে বিয়ে হওয়ার পরই ডিভোর্স হচ্ছে, তা নাকি তাকে ভাবিয়ে তোলে ( Happy Birthday Shraddha Kapoor)। বাবা হিসেবে তার এটা নিয়ে চিন্তা হয়। তবে রোহনের সঙ্গে নিজের একমাত্র মেয়ে শ্রদ্ধা বিয়ের আগেই ডিভোর্স নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন শক্তি কাপুর, তা তার কথাতেই স্পষ্ট ফুটে উঠেছে।

99

অন্যদিকে রোহন  ও শ্রদ্ধার সম্পর্ক নিয়ে রোহনের বাবা জানিয়েছিলেন, ওরা কলেজ জীবনের বন্ধু। দুজনেই নিজস্ব পেশায় দারুণ সাফল্য আনছে ( Happy Birthday Shraddha Kapoor)। তাই দুজনের একসঙ্গে থাকার  যে কোনও সিদ্ধান্তই পরিণত হবে বলে আমার বিশ্বাস। সুতরাং তাদের এই সম্পর্কে দুই পরিবারের যে পুরোপুরি মত রয়েছে তাও স্পষ্ট।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos