বক্ষযুগল মোড়া এক চিলতে কাপড়ে, ২৫-এর জন্মদিন বোল্ড অবতারে সিজলিং হট উরফি জাভেদ

উরফি জাভেদকে নিয়ে চর্চা যেন থামবার নয়। ২৫ বছরে পা দিলেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বন্ধুদের নিয়ে বেশ ধুমধাম করেই জন্মদিন সেলিব্রেশন করেছেন উরফি জাভেদ। জন্মদিনের আগের দিন সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করেন উরফি, সেই ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। তবে উরফি যা পোশাক পরে জন্মদিন সেলিব্রেট করেছিলেন তা দেখেই থ হয়েছেন ভক্তরা। দেখে নিন উরফির জন্মদিনের ঝলক।
 

Riya Das | Published : Oct 15, 2022 8:23 AM IST
19
 বক্ষযুগল মোড়া এক চিলতে কাপড়ে, ২৫-এর জন্মদিন বোল্ড অবতারে সিজলিং হট উরফি জাভেদ

 ২৫ বছরে পা দিলেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বন্ধুদের নিয়ে বেশ ধুমধাম করেই জন্মদিন সেলিব্রেশন করেছেন উরফি জাভেদ। 
 

29

জন্মদিনের আগের দিন সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করেন উরফি, সেই ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। তবে উরফি যা পোশাক পরে জন্মদিন সেলিব্রেট করেছিলেন তা দেখেই থ হয়েছেন ভক্তরা। 
 

39


পিচ রঙের পোশাক পরে জন্মদিন সেলিব্রেট করেছেন উরফি। এবার পোশাকের মধ্যে ছুরি -কাঁচি চালিয়ে সকলের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ। তবে উরফির পোশাক দেখে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের।
 

49


শরীরের পুরোটাই উন্মুক্ত, বক্ষযুগলেরও পুরোটাই বেরিয়ে, কাপড় দিয়ে স্তনবৃন্ত ঢেকে প্রকাশ্যে এসেছেন উরফি। নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। জন্মদিনের দিনও তেমনটাই করেছেন ফ্যাশনিস্তা।

59

নিজের সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন উরফি জাভেদ। সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টা স্টোারিতে বার্থ ডে সেলিব্রেশনের ঝলক শেয়ার করেছেন উরফি জাভেদ।
 

69


সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। ফের নয়া পোশাকে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন  উরফি।  জন্মদিনের দিনও সেই সুযোগ হাতছাড়া করলেন না উরফি।

79

জামাকাপড় শরীরে না রাখাটাই যেন ফ্যাশন স্টেটমেন্ট। ভক্তদের নজর কাড়তেই নিত্যদিন এমন উদ্ভট ফ্যাশনে সকলকে চমকে দিচ্ছেন উরফি জাভেদ। কাউকেই পরোয়া করেন না ফ্যাশনিস্তা।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে উরফি জাভেদের,যা নিয়ে চর্চার শেষ নেই।
 

89


বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি।  উরফির এই কীর্তি দেখে চরম নিন্দা করেছেন নেটিজেনরা।  উরফির অর্ধনগ্ন শরীরে চোখ আটকে রয়েছে ভক্তদের। নোংরা  কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

99

 
ভক্তদের কীভাবে কনফিউজড করা যায় তা উরফির চেয়ে ভাল আর কেউ জানে না। হামেশাই ভক্তদের অ্যাটেনশন কাড়তে উদ্ভট ফ্যাশনে নিজেকে মেলে ধরেন উরফি।  কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos