পোশাক উপরে উঠতেই Click উরুর খাঁজ-এ, 'গোপনাঙ্গ' ঢেকে কীভাবে ঐশ্বর্যর সম্মান বাঁচিয়েছিলেন অভিষেক

Published : Feb 05, 2021, 09:02 AM IST

অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। উপস মোমেন্ট নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। সেই মুহূর্তের সাক্ষী আর একটু হলেই থাকতেন ঐশ্বর্য। অল্পের জন্য 'উপস মোমেন্ট' থেকে রক্ষা পেয়েছিলেন রাই সুন্দরী,  কীভাবে বাঁচিয়েছিলেন অভিষেক । 

PREV
17
পোশাক উপরে উঠতেই Click উরুর খাঁজ-এ, 'গোপনাঙ্গ' ঢেকে কীভাবে ঐশ্বর্যর সম্মান বাঁচিয়েছিলেন অভিষেক

 উপস মোমেন্ট নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। সেই মুহূর্তের সাক্ষী আর একটু হলেই থাকতেন ঐশ্বর্য। 

27

মনীশ মলহোত্রার বাড়ির বাইরেই উপস মোমেন্ট ভরে উঠেছিল একাধিক ফ্ল্যাশের ঝলকানি। সেই বিব্রতকর মুহূর্ত থেকে রাই সুন্দরীকে রক্ষা করেছিলেন অভিষেক।

37


একজন ফটোগ্রাফার একটা কোণা থেকে একের পর এক ছবি তুলেছিলেন ঐশ্বর্যর। গাড়ির ভিতরে ঢোকার সময়েই এই ঘটনাটি ঘটেছিল।

47

ঐশ্বর্যর পরণে ছিল একটি শর্ট ডেনিম। শর্ট ড্রেস উপরে উঠতেই বেরিয়ে এসেছিল উরুর খাঁজ। গাড়িতে ঢোকার সময়েই ঐশ্বর্যকে সাবধান করেছিলেন অভিষেক। 

57


আর তখনই তিনি লক্ষ করেন একজন ফটোগ্রাফার একের পর এক ছবি তুলেই যাচ্ছেন নীচের কর্ণার থেকে। তখনই তাকে ডেকে অভিষেক জিজ্ঞাসা করেন তিনি কী ধরনের ছবি তোলার চেষ্টা করছেন।

67

তখনই ফটোগ্রাফার অভিষেককে ক্যামেরা দেখিয়েছিলেন এবং জানিয়েছিলেন তিনি ঐশ্বর্যর কোনও খারাপ ছবি তোলেননি। সম্ভবত, অভিষেকেরই বুঝতে ভুল হয়েছিল।

77

তারপরই সেখান থেকে চলে যান অভিষেক এবং ঐশ্বর্যা। কিন্তু একজন স্বামী হিসেবে অভিষেকের এই দায়িত্ববোধ সকলেরই নজর কেড়েছিল।

click me!

Recommended Stories