'পোশাক পরতে কি ভুলে গেছেন', Topless ছবি শেয়ার করে নেটিজেনদের তোপে হিনা খান

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে  দীর্ঘদিন ধরে পরিচিত  হিনা খান। করোনা আবহের একঘেয়েমি কাটাতে অনেকেই ছুটি কাটাতে বাইরে যাচ্ছেন। হিনাও রয়েছেন ছুটির আমেজে।  হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পুরো টপলেস বোল্ড অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। 
 

Riya Das | Published : Dec 7, 2020 1:07 PM / Updated: Dec 07 2020, 01:10 PM IST
18
'পোশাক পরতে কি ভুলে গেছেন', Topless ছবি শেয়ার করে নেটিজেনদের তোপে হিনা খান

মলদ্বীপে ছুটির আমেজে রয়েছেন  হিনা খান। শরীরী উদ্দামতায় নিজেকে অন্য রূপে হাজির করেছেন হিনা। 
 

28

সমুদ্রের ধারে বসে  হাতে ওয়াইনের গ্লাস নিয়ে পুরো বোল্ড অবতারে  ধরা দিয়েছেন অভিনেত্রী। 

38


পোশাক বলতে গায়ে কিছুই নেই। সাদা রঙের কম্বল জড়িয়ে টপলেস ছবিতেই সমুদ্রের পাড়ে আগুন জ্বালিয়েছেন হিনা।

48

উন্মুক্ত পিঠ, খোলা চুলে ভারতীয় টেলিভিশনের বহুরানি অক্ষরা এখন নেটদুনিয়ার হটকেক।

58

মুহূর্তের মধ্যে হিনা খানের এই ছবি নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। যা নিয়ে রীতিমতো চর্চার শেষ নেই।

68

নেটিজেনদের মধ্যে একজন কমেন্টে জানিয়েছেন, মুসলমানের নাম ডোবানোর জন্য তিনি উঠেপড়ে লেগেছেন। আবার অন্য এক নেটিজেনের মতে, আপনি কি পোশাক পরতে ভুলে গেছেন।  নানারকম কু-মন্তব্যে ভরে গিয়েছে হিনার সোশ্যাল মিডিয়ার পাতা।

78

লাল বিকিনিতে হট পোজ দিয়েছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী।

88

প্রিন্টেড কালারফুল কাফতান, চোখে সানগ্লাস, মাথায়  স্কার্ফ  বেধে স্টাইলিশ লুকে হিনা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos