আয়ুষ্মান খুরানার জনপ্রিয় ছবি আন্ধাধুন সকলের মনে আজও হিট। জাতীয় পুরষ্কার নিয়ে এসেছিলেন তিনি।
সেই ছবিরই এবার তৈরি হচ্ছে রিমেক। যেখানে মুখ্য ভুমিকাতে দেখা যাবে নীলকে।
তবে ছবিতে থাকা একাধিন ক্যাচ পয়েন্টের মধ্যে অন্যতম ছিল রাধিকা আপতে ও টাব্বু।
যেখানে এক নেগেটিভ রোল করতে দেখা যায় টাব্বুকে। এক কথায় বলতে গেলে বট আন্টি।
সেই ভূমিকাতেই এবার দেখা যাবে তমান্নাকে। তমান্নার বরাবরই ভক্তের সংখ্যা বিপুল। তাঁর উষ্ণ আবেদনই এক কথায় যথেষ্ট।
ছবির খবর ও তারকাদের নাম প্রকাশ্যে আসার পরই ঝড় ওঠে নেট পাড়ায়।
টাব্বুর ভূমিকায় কতটা নজর কাড়বেন তামান্না! ঠিক কীভাবে চরিত্রকে তিনি ফুঁটিয়ে তুলবেন পর্দায়!
ছবিতে রাধিকা আপতের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী নব নতীশকে দেখা যাবে। যদিও ছবির মূল আকর্ষণ থাকছে তমান্নাই।
Jayita Chandra