সম্পর্কের ভাগ্য কেমন আলিয়ার, কী বলছে জ্যোতিষবিদ্যা, রণবীরকে ধরে রাখতে পারবেন মহেশ কন্যা

প্রেমিক যখন রণবীর কাপুর, তখন কোথাও গিয়ে মনের কোন একটা প্রশ্ন থেকেই যায়, এই সম্পর্ক টিকবে তো! এই প্রশ্নের মুখে একাধিকবার পড়তে হয় আলিয়াকেও। এমন কি খোদ আলিয়ার বাবা মহেশ ভাটও এই নিয়ে সংশয় প্রকাশ করেন। 

Jayita Chandra | Published : Feb 19, 2021 8:48 AM IST
110
সম্পর্কের ভাগ্য কেমন আলিয়ার, কী বলছে জ্যোতিষবিদ্যা, রণবীরকে ধরে রাখতে পারবেন মহেশ কন্যা

একটা সময় নিজেই মহেশ ভাট রণবীরকে বলেছিলেন লেডিস ম্যান। সেই কথা আজও ভোলেনি নেট দুনিয়া। 

210

তার বছর কয়েক ঘুরতে না ঘুরতেই রণবীরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন আলিয়া ভাট। 

310

তবে রণবীরের প্রেমে এর আগে অনেকেই পড়েছেন। তাঁদের সঙ্গে খুব বেশিদিন ঘর করা হয়নি রণবীরের। 

410

কয়েক বছর যেতে না যেতেই মন ভেঙেছে অভিনেত্রীদের। কেউ সাত বছর কেউ আট। সেখানে আলিয়ার মাত্র চার বছর হতে চলল সম্পর্ক। 

510

এরই মাঝে বিয়ের খবর। আলিয়া কি পাড়বেন রণবীরকে বেঁধে রাখতে, কীবলছে আলিয়ার ভাগ্যচক্র। 

610

আলিয়ার জ্যোতিষগণনা অনুযায়ী তাঁকে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশ বেগ পেতে হবে। 

710

মাঝে মধ্যেই দাম্পত্ত কহল দিয়ে যেতে হবে তার সাংসারিক জীবনে। তবে চালিয়ে যেতে হবে লড়াই। 

810

এতেই আরও মজবুত হবে সম্পর্কেরল ভিত। তবে হাল ছাড়লে হবে না। প্রতিটা পদে পদে কঠিন পরীক্ষার মুখে পড়বে সম্পর্ক। 

910

তা আগলে রাখতে পারলেই আলিয়ার সংসার হয়ে উঠবে সুখের। 

1010

এরপর আবারও সামনে উঠে আসে সলমন খানের নামে। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos