আমির খানকে নগ্ন অবস্থায় ফ্রেমবন্দী করা, কতটা কঠিন ছিল খোলা আকাশের নিচে এই শ্যুট

চরিত্রের চাহিদার জন্য বহুবার অভিনেতা অভিনেত্রীদের নগ্ন দৃশ্যে শ্যুট করতে হয়। কখনও তা চরিত্রের প্রয়োজনে, কখনও আবার তা প্রমোশনের খাতিরে। যা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে থাকেন তারকারা। এমনই একটি দৃশ্যে শ্যুট করেছিলেন আমির খান। ছবির নাম পিকে। 

Jayita Chandra | Published : Jul 1, 2021 4:42 AM IST

18
আমির খানকে নগ্ন অবস্থায় ফ্রেমবন্দী করা, কতটা কঠিন ছিল খোলা আকাশের নিচে এই শ্যুট

আমির খানকে নগ্ন ছবিতে এর আগে কেউ  শ্যুট করতে দেখেননি। আমির খান সময়ের সঙ্গে সঙ্গে বদলেছিলেন নিজের জ্যঁ।

28

তাঁর গল্প বলার ধরণ, নিজেকে পর্দায় উপস্থান করা, সবই সময়ের সঙ্গে সঙ্গে আমুল পরিবর্তণ ঘটে। প্রতিটি ছবিতেই বিশেষত্ব কিছু না কিছু যান তিনি। 

38

তেমন এক ছবি ছিল পিকে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। পিকে মুক্তির আগেই বিতর্কের তুঙ্গে উঠেছিল আমির খানের গল্ন পোস্টার। 

48

যা মুক্তি পাওয়ার পরই মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। একশ্রেণীর মতে কেন এই ধরণের শ্যুট তার কী খুব প্রয়োজন ছিল। 

58

আমির খান স্পষ্টই জানিয়েছিলেন, তিনি চরিত্রের খাতিরেই এমন দৃশ্যে শ্যুট করতে রাজি হন। পোশাকটাই বর কথা নয়, পিকের সারল্যতা বোঝাতে তা প্রয়োজন ছিল। 

68

কিন্তু খোলা এলাকাতে কীভাবে করা হল এই শ্যুট! শ্যুটিং-এর দিন আমির খান তোয়ালে পরেই সেটে এসেছিল। ছিল কড়া নিরাপত্তা। 

78

যেখানে শ্যুটিং-এর জন্য ঘাঁটি গেঁড়েছিল টিম তার থেকে বহু দূরে মাত্র ১০ থেকে ১২ জন গিয়ে হাজির হন। সকলের কাছ থেকেই নিয়ে নেওয়া হয়েছিল ফোন। 

88

এরপরই শুরু করা হয় শ্যুট। একই দিনে নেওয়া হয়েছিল সবকটি টেক। শ্যুটের পর ক্যামেরার রেকর্ড চেকও করে নিয়েছিলেন আমির খান। যার ফলে কোনও দৃশ্যই লিক হয়নি সেট থেকে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos