Priyanka Chopra: সারোগেসিতে মেয়ের মা হলেন প্রিয়ঙ্কা, কীভাবে ধরে রেখেছেন যৌবন, জানলে অবাক হবেন

Published : Feb 03, 2022, 12:46 PM IST

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। গত  ২২ জানুয়ারি গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। মধ্য রাতেই নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। মা  হওয়ার পর থেকেই তাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। মেয়ের মা হওয়ার পর কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন প্রিয়ঙ্কা, তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  

PREV
110
Priyanka Chopra: সারোগেসিতে মেয়ের মা হলেন প্রিয়ঙ্কা, কীভাবে ধরে রেখেছেন যৌবন, জানলে অবাক হবেন

মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । খবরটা শুনে অনেকেরই চোখ কপালে উঠলেও এটাই সত্যি। প্রিয়ঙ্কার কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। প্রিয়ঙ্কা চোপড়ার মা হওয়ার খবর পেয়েই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বি-টাউনের সেলিব্রিটি থেকে অনুরাগীরা। 

210

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  (Priyanka Chopra) । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া। 

310


গভীর রাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।  সারোগেসির মাধ্যমেই মা-বাবা হয়েছেন নিক ও প্রিয়ঙ্কা। মেয়ের হওয়ার পর কীভাবে সময় কাটছে প্রিয়ঙ্কার, তা জানতেই মুখিয়ে রয়েছেন দর্শক। 

410


মা  হওয়ার পর থেকেই তাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। মেয়ের মা (Priyanka Chopra) হওয়ার পর কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন প্রিয়ঙ্কা, তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

510


সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন,  ঘুম থেকে উঠেই তিনি এক গ্লাস জল পান করেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । তবে এই জল আগের দিন রাতে একটি তামার গ্লাসে রেখে দেন প্রিয়ঙ্কা। তামার পেপটাইডস ত্বকের সুরক্ষা দেয় বলে তিনি নিয়মিত এই জল পান করেন বলে জানিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

610

শুটিংয়ের জন্য হামেশাই বেশ চড়া মেকআপ করতে হয় তারকাদের। তবে যত রাতেই  প্রিয়ঙ্কা  বাড়িতে ফেরেন না কেন মেক আপ না তুলে তিনি ঘুমোতে যান না  (Priyanka Chopra)। কারণ সারা রাত মুখের মধ্যে মেক আপ থাকলে তা ত্বকের ক্ষতি করে।

710

দাগছোপহীন ত্বকের জন্য প্রতি মাসে দুবার করে ফেসিয়াল করেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । নিজের ত্বক বুঝেই ফেসিয়াল করান প্রিয়ঙ্কা চোপড়া। তবে ত্বককে স্বাভাবিক রাখতেই বেশি পছন্দ করেন প্রিয়ঙ্কা চোপড়া।  

810


ত্বকের পাশাপাশি নিজের চুলের যত্ন নিতেও ভোলেননা প্রিয়ঙ্কা চোপড়া। অ্যাভোকাডো এবং জোজোবা অয়েল একসঙ্গে চুলে মিশিয়ে মাসাজ করেন প্রিয়ঙ্কা চোপড়া। অ্যাভোকাডো চুল আর্দ্র রাখে এবং জোজোবা অয়েল চুলের পুষ্টি জোগায়।

910


মেয়ের মা হওয়ার পরও এই একই নিয়মে নিজের ত্বকের, চুলের যত্ন করছেন নতুন মা প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । তবে প্রিয়ঙ্কার মতে, একজন মহিলার সৌন্দর্যের সবচেয়ে বড় মাপকাঠি হল আত্মবিশ্বাস। যদি কেউ নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হন,তিনি হলেন সবচেয়ে সুন্দর।

1010

সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা, তেমনটাই জানা যাচ্ছে।

click me!

Recommended Stories