স্টানিং ফোটোশ্যুটে সাদা-কালো অমিতাভ, পোস্টার দেখেই মুহূর্তে এ কী করলেন রেখা

রেখা ও অমিতাভ বচ্চনের সমীকরণ কম বেশি সকলেরই জানা। তাঁদের মধ্যে প্রেম-প্রণয় প্রকাশ্যে না হলেও তা প্রকট। ভক্তদের মনে এই জুটির জন্য জায়গা সর্বকালের। কিন্তু বাস্তব জীবনে একাধিক বিতর্ক সৃষ্টি করলেও তাঁরা আপাত দৃষ্টি একটা সময়ের পর নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন বিভিন্ন জল্পনা থেকে। কিন্তু ভালোলাগাকে কী এতটাও সহজে গোপন করা যায়... 

Jayita Chandra | Published : Sep 10, 2020 2:15 AM IST
18
স্টানিং ফোটোশ্যুটে সাদা-কালো অমিতাভ, পোস্টার দেখেই মুহূর্তে এ কী করলেন রেখা

বয়স যতই জানান দিক, পরিস্থিতি যতই পাল্টে যাক, রেখা ও অমিতাভের মধ্যে থাকা সম্পর্ক ভোলার নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার ধরণ,কিন্তু কোথাও কি মনের কোণে আজও কিছু রয়ে গিয়েছে!

28

মানুষ অসাবধনাতেই এনের হাজার এক কথা বলে ফেলেন। আচরণ দিয়েই ফুঁটে ওঠে নানা ইঙ্গিত। তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন রেখা।

38

ডাব্বু রতনানির ফোটোশ্যুট মানেই বলিউডে এক স্টানিরং লুকে স্টারেদের নয়া অবতার। 

48

সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ সুপারস্টার অমিতাভ বচ্চন। 

58

সাদা কালো ফ্রেমেই ধরা দিয়েছিলেন বিগ বি। সেই ছবির লঞ্চে এসেই একি করলেন রেখা। 

68

আনমনে অমিতভাবের পোস্টারের সামনে এসে তিনি দাঁড়িয়ে পড়েন। খনিকের মধ্যে তা লক্ষ্য করেই সেখান থেকে সরে যান রেখা। 

78

লকডাউনে ভাইরাল সেই পুরোনো ভিডিও। কেন এমন করেছিলেন তিনি, উত্তরে সাফ জানিয়েছিলেন রেখা, এটা ডেনজার জোন। 

88

রেখার সেই প্রতিক্রিয়া সকলের নজর কাড়ে, আবারও তা আলোচনার কেন্দ্রে নিয়ে আসে রেখা অমিতাভের পুরোনো সম্পর্কের রং-কে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos