স্নান থেকে বেরিয়েই সলমনের সামনে ক্যাট, লজ্জায় মুখ লাল, এভাবেই হয় প্রথম দেখা

Published : Dec 27, 2020, 08:17 AM IST

সলমন খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রথম থেকেই বলিউডে গুঞ্জন ছিল তুঙ্গে। একের পর এক তারকার ক্যাটরিনার নাম জড়ালেও সলমন খান ছিলেন প্রথম যাঁর সঙ্গে দীর্ঘ দিন জলে ক্যাটের গভীর রসায়নের জল্পনা। এখনও পর্দায় এই জুটি এক হলেও ভক্তের মনে ওঠে ঝড়। কীভাবে সাক্ষাৎ হয়েছিল এই জুটির...

PREV
18
স্নান থেকে বেরিয়েই সলমনের সামনে ক্যাট, লজ্জায় মুখ লাল, এভাবেই হয় প্রথম দেখা

ক্যাটরিনার সঙ্গে সলমন খানের রসায়ন বেজায় উপভোগ করেন ভাইজান ভক্তরা। তবে ক্যাটরিনার সঙ্গে সলমনের প্রথম সাক্ষাৎ হয় কীভাবে....

28

এক সাক্ষাৎকারে সেই কাহিনি সকলকে জানান ক্যাটরিনা নিজেই। গ্যালাক্সিতেই প্রথম দেখা হয় এই দুই তারকার। তখন ক্যাটরিনা বলিউড থেকে অনেকটাই দূরে।..

38

সলমন খানের জন্মদিনে ক্যাটরিনাকে নিমন্ত্রণ করেছিলেন সলমন খানের বোন। বাড়িতে ঢুকে ঘুরে দেখছিলেন ক্যাটরিনা।

48

এমনই সময় সামনে হাজির সলমন খান। ক্যাটরিনা তাঁকে দেখে এক কথায় অবাক। সলমনের পরনে ছিল না কোনও শার্ট।

58

ক্যাটরিনা হেঁসে তাঁকে শার্ট পরতে বলেন। লজ্জায় সলমন উত্তর দিয়েছিলেন, তিনি বুঝতে পারেননি অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন।

68

তিনি সবে মাত্র স্নান সেরে বেরিয়েছেন। তাই শার্ট পরা হয়ে ওঠেনি। এরপর থেকেই গোটা পার্টিতে সলমন খান লক্ষ্য করেছিলেন ক্যাটরিনাকে। 

 

78

ক্যাটরিনায় কথায়, সেদিন সলমন ভাবছিলেন, বাড়িতে এই সুন্দর মেয়েটি কে... বলেই হেঁসে ফেলেন ক্যাটরিনা। সেই থেকেই শুরু।

88

পরবর্তীতে এই জুটিই পর্দায় ছক্কা হাঁকায়। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সলমন ও ক্যাটরিনা।

click me!

Recommended Stories