ভিকি কৌশল। নামটা শুনলে আজ আর কারও বলার সুযোগ নেই, 'কে ভিকি?', 'নিউকামার নাকি', 'কোন ছবিতে অভিনয় করেছে'। এমনই নানা প্রশ্ন ধেয়ে আসত এক সময়। কেউই সেই সময় চিনত না তাঁকে। শ্যামবর্ণ, লম্বা, ছিপছিপে চেহারা। হিরোর মত বিন্দুমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই তাঁর মধ্যে। তবুও হার মানার পাত্র সে নয়। অভিনেতা হওয়ার স্বপ্ন তাঁর দু'চোখে, হিরো নয়। কেরিয়ারের পথে যা যা এসেছে, দুহাত দিয়ে সব আগলে রেখে চেষ্টা করে গিয়েছিলেন বিকি। তাই আজ যশ রাজ ফিল্মসের অফিস থেকে ধর্মা প্রযোজনা সংস্থা তাঁকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। শাহরুখ খান যেচে ফোন করে প্রশংসা করে বিকির। তবে কেকওয়াক যে একেবারেই ছিল না তাঁর অ্যাক্টিং কেরিয়ার তা তিনি বারে বারে প্রায় প্রত্যেক সাক্ষাৎকারেই বলেছেন।
কফি উইথ করণের সিজন সিক্সে ভিকি কৌশল ডেবিউ করেন করণের কফি কাউচে। সঙ্গে ডেবিউ করেন আয়ুষ্মান খুরানাও। সেখানেই করণ স্বীকার করেন, অনুরাগ কাশ্যপের ছবি বম্বে ভেলভেটে ভিকিকে দেখে খানিক অবাক হয়েছিলেন করণ।
212
কিছুটা হলেও নাক শিঁটকিয়েছিলেন করণ। বম্বে ভেলভেট মুক্তি পাওয়ার মাসখানেক পরই মুক্তি পেল মাসান। ক্রিটিক্যালি অ্যাক্লেমড এই ছবিটি নিয়ে তখন জয়জয়কার চারিদিকে। দেশের বাইরে মাসানের চর্চা শুরু হয়।
করণ কফি উইথ করণের সেই পর্বে জানান, মাসান দেখার পর তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না মাসানের এই ছেলেটিকে কোথায় দেখেছিলেন।
512
হঠাৎই তাঁর মনে পড়ে, বম্বে ভেলভেটে ভিকি, কে কে মেনন অভিনীত ডিটেক্টিভ বিশ্বাস কুলকার্নি চরিত্রের জুনিয়রের রোলে ছিলেন।
612
এমন বহু ছবিতেই তাঁর দিকে ঘুরেও তাকায়নি দর্শক। করণ জোহারও কোনওদিনই ভাবেননি যে বম্বে ভেলভেটের একজন জুনিয়র আর্টিস্ট একদিন তাঁর কাউচে বসে থাকবে।
712
মাসানের পরই ভিকির কেরিয়ার জীবনের মোড় ঘুরে যায়। একটি সাধারণ চেহারার ছেলে যে কেবল একজন দক্ষ অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে পাড়ি দিয়েছে তা বুঝতে কারও অসুবিধা হল না।
812
বাবা শ্যাম কৌশল, বলিউডের স্টান্টম্যান এবং অ্যাকশন পরিচালক। বাবার সঙ্গে ফিল্ম সেটে ঘুরতে ঘুরতে কখন যে লাইট ক্যামেরার অ্যাকশনের পৃথিবী তাঁকে এভাবে হাতছানি দিতে শুরু করেছে তা সে নিজেও বোঝেনি।
912
২০১২ সাল থেকে বলিউডে রীতিমত জোর কদমে অভিনয় শুরু করেন ভিকি। তাঁর ডেবিউর কথা অবশ্যই অধিকাংশ মানুষের মনে নেই।
1012
লভ শভ তে চিকেন খুরানা ছবিতে ওমির তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। তবে নিজের এই সাফল্যের জন্য ভিকি সম্পূর্ণভাবে পরিচালক অনুরাগ কাশ্যপের কাছে চিরকৃতজ্ঞ।
1112
অনুরাগ কাশ্যপই একমাত্র যিনি ভিকির প্রতিভাকে বলিউডে সকলের নজর কাড়তে সাহায্য করেছিলেন। কফি উইথ করণে যখন তাঁকে করণ প্রশ্ন করেন যে কোন পরিচালককে তিনি এক কথায় চোখ বন্ধ করে বেছে নেবেন।
1212
তখন তিনি স্পষ্ট জানান, বিগ বাজেট ছবি হয়ত বাকি পরিচালকরা তাঁকে দিয়েছেন এ কথা সত্যি। তবে অনুরাগ কাশ্যপ একমাত্র যিনি ভিকিকে বড়ো পরিচালকের অফিসে পৌঁছতে সাহায্য করেছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।