মাত্র ১২ বছর বয়সেই জীবনে আসে প্রেম, ৩০,০০০ মেয়ের প্রেমের প্রস্তাবে চরম রোম্যান্স হৃত্বিকের লাইফে

Published : Apr 20, 2021, 08:04 AM IST

পর্দায় হৃত্বিক রোশন মানেই মেয়েদের মনে ঝড়। কহো না পেয়ার হ্যায় থেকে শুরু। একের পর এক ছবি করা। এক সময় গিয়ে হৃত্বিকের ছবি হতে শুরু করল ফ্লপ। কিন্তু তার বদলে তাঁর পর্দায় উপস্থাপনা বা মেয়েদের মনে ঝড় তোলা কোনও অংশে কমল না। বরং দিন দিন তা বাড়তে থাকে। ভক্তদের মনে আলোড়ন তোলা এই অভিনেতার নিজের লাইভ লাইফ ঠিক কেমন... 

PREV
18
মাত্র ১২ বছর বয়সেই জীবনে আসে প্রেম, ৩০,০০০ মেয়ের প্রেমের প্রস্তাবে চরম রোম্যান্স হৃত্বিকের লাইফে

হৃত্বিক রোশন, কহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে শুরু সফর। প্রথম ছবি মুক্তি পাওয়ার পরই প্রথম ভ্যালেন্টাইডে। আজও ভোলেনি হৃত্বিক রোশন। 

28

প্রথম ছবি যাকে বলে সুপার হিট। কেউ মন দিয়ে বসলো রোহিতকে, কেউ আবার মন দিল রাজকে। তবে হৃত্বিক রোশান জীবনে সব থেকে বেশি প্রেমের প্রস্বাব পেয়েছিলেন সেই বছরই। 

38

তবে প্রেম নয়, সরাসরি করতে হবে বিয়ে। ৩০ হাজার মেয়ের থেকে হৃত্বিক রোশান পেয়েছিলেন বিয়ের প্রস্তাব।

48

সুজন খানের সঙ্গে তাঁর প্রেমের কথা সকলেরই জানা। তবে প্রথম সুজানের সঙ্গে হৃত্বিকের আলার ছোট বয়সেই। তখনই মন দেওয়া নেওয়ার পালা শুরু।

58

হৃত্বিকের বয়স তখন মাত্র ১২। প্রথম সিগনাল দেখেছিলেন তিনি সুজান খানকে। দেখতেই ভালোলাগা। যা পরবর্তীতে বিয়েতে পরিণত হয়। 

68

যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে হৃত্বিক জানিয়েছিলেন যে তিনি সহজেই মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। 

78

এরপরই আসে কঙ্গনা রানাওয়াত পর্ব। তাঁর সঙ্গে হৃত্বিকের নাম জড়িয়ে শুরু জল্পনা। যদিও সেই সম্পর্কও শেষ হয় তিক্ততাতেই। 

88

বর্তমানে আবারও হৃত্বিক সুজন মুখী। তাঁর সঙ্গেই রয়েছেন ফ্ল্যাটে। লিভইনের সম্পর্কেই আপাতত বিশ্বাস রাখছেন এই দুই তারকা।   

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories