কীভাবে নিজেকে আজও সেক্সিয়েস্ট ম্যান করে রেখেছেন হৃত্বিক, জন্মদিনে রইল সেই গোপন রহস্য

ডায়েট থেকে শুরু করে ফিটনেট, হৃত্বিকের হট ফিগারের জাদুতে কাবু আট থেকে আশি। কীভাবে নিজেকে এভাবে ধরে রেখেছেন হৃত্বিক। তবে কী তিনি খুব কড়া কড়িভাবে জীবন কাটান, প্রতি মুহূর্তে কী খাবেন কী খাবেন না তা ভেবেই ক্লান্ত! মোটেই নয়, খিদে পেলেই খাবারের খোঁজ শুরু করেন হৃত্বিক... 

Jayita Chandra | Published : Jan 10, 2021 5:30 AM IST
17
কীভাবে নিজেকে আজও সেক্সিয়েস্ট ম্যান করে রেখেছেন হৃত্বিক, জন্মদিনে রইল সেই গোপন রহস্য

দিনে মাত্র তিনবার খেতে হবে এটা মেনে চলেন না হৃত্বিক। অনেক স্টারেরাই রয়েছেন, যাঁরা মনে করেন তিন বেলা খাবারটাই শ্রেয়। 

27

ছোট ছোট মিলেই ভরপুর হৃত্বিকের ডায়েট। খিদে পাওয়া মাত্রই খেয়ে থাকেন তিনি। লাঞ্চ ও ডিনারের জন্য অপেক্ষা করা নয়। 

37

ব্রেকফাস্টে এগ হোয়াইট থাকতেই হবে। প্রতিদিন এই আইটেমটা চাই-ই চাই। প্রোটিনের ব্যালন্স নিয়ে সচেতন হৃত্বিক। 

47

প্রোটিন শেক খেয়ে থাকেন ওয়ার্ক আউটের আগে খেয়ে থাকেন তিনি। সারাদিনে ফলও খেয়ে থাকেন যথেষ্ট পরিমাণে। 

57

ব্রাউন রাইস, সুইট পোটাটো থাকে তাঁর লাঞ্চে। ফলে পোটাটো খেলেই যে ফিট থাকা যায় না, এই ধারনা ভুল। 

67

সিদ্ধ সব্জি সঙ্গে স্যুপ চিকেন পছন্দ করেন হৃত্বিক, ফলে প্রতিদিনের লাঞ্চে তা রাখতেই হয়। এছাড়াও সব্জি তো রয়ছেই। 

77

সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে থাকেন। ওয়ার্ক আউটে বেশি সময় দিতে হয় হৃত্বিককে। যার ফলে তাঁর মেনুতে অলটাইম জল আবশ্যিক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos