ফিট বডির পাশাপাশি কৃতির ফিগার হিটও বটে। তাঁর পর্দায় উপস্থিতিতেই এক কথায় বাজিমাত। কৃতি স্যানন তাঁর কিলিং লুক দিয়েই মন জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ ভক্তের। তবে তাঁর পার্ফেক্ট ফিগারের রহস্য লুকিয়ে ডায়েটেই।
কৃতি খাবারের বিষয় বরাবরই সতর্ক। একের পর এক পদে সাফ না জানিয়েদেন। যদিও এক কথায় বলতে গেলে কৃতি ফুডি। খেতে তিনি বেশ ভালোবাসেন। কিন্তু নিজেকে ধরে রাখতে কড়া ডায়েট মেনে চলেন।